

ভারতের ইনিংসের ১৬ তম ওভারের ঘটনা। প্রথম ৫ বলে ৭ রান খরচ করে হার্দিক পান্ডিয়ার উইকেট নেওয়া হাসান মাহমুদ শেষ বল করলেন। তবে তা বাউন্স করে উঠলো ভিরাট কোহলির কাঁধের ওপর। পুল করে কোহলি নিলেন ১ রান।
তবে রান নিতে ছুটতে ছুটতেই স্কয়ার লেগ আম্পায়ারের দিকে নো বলের ইশারা করতে থাকেন ভিরাট কোহলি। অনফিল্ড আম্পায়ার এরাসমাস নো বলের সংকেত দেন, সাথে ফ্রি হিটের সংকেতও।
সেসময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে কিছু বলতে দেখা যায়। কোহলির সঙ্গে কিছু কথাও হয় তার। পরে দুজন হেসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হয় ঠিক কি হয়েছিল ঐ সময়ে।
উত্তরে সাকিব বলেন, ‘এটা নিয়ে তেমন কিছু বলার নেই আসলে। আমি আম্পায়ারকে জিজ্ঞাসা করছিলাম এটা দ্বিতীয় বাউন্সার কিনা। এটা নো বল হয়েছে কিনা, এবং ফ্রি হিট ছিলো কিনা।’