

অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে আজ (২ নভেম্বর) জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হেরেছে বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষ্য তড়ায় নামা টাইগারদের স্বপ্ন দেখানোর কাজটা করেছেন লিটন দাস। তার বিস্ফোরক ইনিংসের পরও বাকিদের ব্যর্থতায় হতাশ হতে হয়েছে। তবে ম্যাচ শেষে প্রতিপক্ষ ব্যাটার লোকেশ রাহুল তার প্রশংসা করে গেলেন। আর অধিনায়ক সাকিব আল হাসান তো লিটনকে নিজের আস্থার কথা শোনালেন আরেকবার।
সাম্প্রতিক সময়ে লিটন তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা ব্যাটার। ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন এই ব্যাটার। টি-টোয়েন্টিতে চলতি বছর ১৮ ম্যাচ খেলে আজ সহ রান করেছেন ৫৩৪, যেখানে গড় ৩০ ছুঁইছুঁই, স্ট্রাইক রেট ১৪১ এর কাছাকাছি।
১৮৫ তাড়ায় নেমে ওপেন করা লিটন আজ শান্তকে নিয়ে ৭ ওভারেই তোলেন ৬৬ রান। যেখানে তার অবদানই ২৬ বলে ৫৯। ২১ বলে পেয়েছেন ফিফটির দেখা, যা বাংলাদেশের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি।
তবে বৃষ্টি বাধায় খেলা বন্ধ হলে ছন্দ হারায় বাংলাদেশ। ফের মাঠে নেমে এক বলের বেশি টিকতে পারেননি লিটন। রান আউটে কাটা পড়েন ২৭ বলে ৬০ রান করে। এরপর দল আর পথ খুঁজে পায়নি। শেষদিকে সোহান, তাসকিনরা কেবল ব্যর্থ চেষ্টাই করেছেন। নতুন লক্ষ্য ঠিক হয়েছিল ১৬ ওভারে ১৫১, বাংলাদেশ করতে পারে ৬ উইকেট হারিয়ে ১৪৫, সঙ্গী ৫ রানের পরাজয়।
View this post on Instagram
লিটন যতক্ষণ ক্রিজে ছিল প্রতিপক্ষ শিবিরেও ভয় ধরেছিল, চাপে পড়েছিল বোলাররা। কারণ ভালো লেংথে বল করেও লিটনের ইনসাইড আউট, পুল, ফ্লিকে বাউন্ডারি হজম করতে হচ্ছিল অর্শদ্বীপ সিং, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামিদের।
ভারতের হয়ে এ দিন ফিফটি হাঁকানো লোকেশ রাহুল সংবাদ সম্মেলনে যেমনটা বলছিলেন, ‘প্রথম ৬ ওভার আমাদের পরিকল্পনা অনুযায়ী যায়নি। আমি মনে করি লিটন দাস একটা অসাধারণ ইনিংস খেলেছে। এমন একটা ইনিংস বোলিং ও ফিল্ডিংয়ে চাপ তৈরি করে কারণ সে খুব ভালো ক্রিকেট শট খেলেছে, আমাদের বোলাররা ভালো লেংথে বল করেও মার খেয়েছে তাদের সেরা বলে। এমন ইনিংস আপনাকে চাপে ফেলবেই।’
এদিকে টাইগার দলপতি সাকিব বলেন, ‘গত ২-৩ বছর ধরে ও (লিটন) খুব ভাল খেলছে। টি-টোয়েন্টি হয়ত বছরটা খুব ভাল খেলছে। কিন্তু আপনি যদি ওর ওয়ানডে বা টেস্ট দেখেন ওর শেষ দুই বছর খুব ভালো খেলছে ( গত ২ বছরে ১৫ টেস্টে প্রায় ৫০ গড়ে ১২৫৩ রান ও ওয়ানডেতে প্রায় ৪০ গড়ে ৭৫৬ রান)।’
‘তো ওই আত্মবিশ্বাসটাই আমার যেটা মনে হয় এই টি-টোয়েন্টি ফরম্যাটেও এসেছে। এবং ও জানে যে কিভাবে রান করতে হয়। আজকে ওর জন্য বড় একটা সুযোগ ছিল, যেভাবে আমরা ওকে মূল্যায়ণ করছিলাম এবং আমরা মনে করি ও যে ধরণের খেলোয়াড় ওর সামর্থ্য অনুযায়ী খেলেছে। এমন না যে আউট অব দ্য বক্স, আমরা সবাই জানি ও এমন ইনিংস খেলার জন্য সামর্থ্যবান।’