অস্ট্রেলিয়ায় টেস্ট সফরে প্রোটিয়াদের কোচ মালিবোংওয়ে মাকেটা

featured photo updated v 3
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের কোচ মালিবোংওয়ে মাকেটা অস্ট্রেলিয়ায় আসন্ন তিন ম্যাচের টেস্ট সফরের জন্য প্রোটিয়াদের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।

ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে বলেছে, মালিবোংওয়ে মাকেটা এই বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে দক্ষিণ আফ্রিকার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। ৪২ বছর বয়সী মেকেটা ডিসেম্বর থেকে জানুয়ারির শুরু পর্যন্ত তার নতুন ভূমিকায় আসবেন।

মাকেটা ২০১৭-২০১৯ সাল পর্যন্ত প্রোটিয়াদের সহকারী প্রধান কোচ ছিলেন, এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ডে টেস্ট সফরের অংশ ছিলেন, লর্ডসে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ এবং প্রথম জয়ের সময় পরামর্শক হিসাবে কাজ করেছিলেন।

মাকেটা মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হবেন, যিনি অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রোটিয়াদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন।

৯৭ ডেস্ক

Read Previous

তাসকিনের অমন শুরুর পরেও ভারতের ১৮৪

Read Next

বৃষ্টির পর এলোমেলো ব্যাটিং, ভারতের বিপক্ষে ৫ রানের আক্ষেপ

Total
1
Share