

অ্যাডিলেডের পিচে তাসকিন আহমেদের গতির ঝড়, ভড়কে গেছে লোকেশ রাহুল। শুরুর এমন তোপ সামলে দারুণ এক ফিফটিতে দলকে পথ দেখান ফর্মহীনতায় থাকা রাহুল। এরপর বাকিটা যা করেছেন ভিরাট কোহলিই। আরও একবার ব্যাটকে তুলি বানিয়ে ২২ গজে ছবি আঁকলেন। সেই ছবিতে আপাতত পেছনের সারিতেই থাকতে হচ্ছে বাংলাদেশকে।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ও ভারত।আগে ব্যাট করে রাহুল-কোহলির জোড়া ফিফটিতে ভারতের স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৮৪ রান। রাহুল ৫০ এ থামলেও কোহলি অপরাজিত ছিলেন ৪৪ বলে ৬৪ রানে।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশ দলপতি সাকিব আল হাসানের। একাদশে পরিবর্তন একটি, বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
শুরু থেকেই দুর্দান্ত বোলিং তাসকিন আহমেদের, উইকেট থেকে পাওয়া বাউন্স, মুভমেন্টে ভালোই ভুগিয়েছেন ভারতীয় দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে। ইনিংসের তৃতীয় ওভারে ফেরাতে পারতেন রোহিতকে। ব্যক্তিগত ১ রানে তার সহজ ক্যাচ ছাড়েন হাসান মাহমুদ। নিজের প্রথম ২ ওভারে তাসকিনের খরচ মাত্র ২ রান!
বোলিং করেছেন তিন স্লিপ নিয়ে, টি-টোয়েন্টিতে যা কিছুটা বিরল। এ নিয়ে টুইট করেছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।
Bangladesh playing 4 quicks and employing 3 slips in a T20 game. I have seen it all!
— Harsha Bhogle (@bhogleharsha) November 2, 2022
ক্যাচ মিস করা হাসানই ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে এসে রোহিতকে ফেরান। ৮ বলে ২ রান করে ভারতীয় কাপ্তান ক্যাচ দেন পয়েন্টে ইয়াসির আলি রাব্বিকে। ১১ রানেই ভাঙে উদ্বোধনী জুটি।
রোহিতের বিদায়ের পর লোকেশ হয়েছেন আক্রমণাত্মক। হাসান মাহমুদকে হাঁকান টানা চার, ছক্কা। পরে যোগ দেন ভিরাট কোহলিও। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৭ রান তোলে ভারত।
তবে কোহলিকে সঙ্গী করে রাহুল একটা ঝড় বইয়ে দেন। আগের ৩ ম্যাচে দুই অঙ্ক ছুঁতে না পারা এই ডানহাতি আজ বাদ পড়ার শঙ্কায় ছিলেন। অথচ মাঠে নেমেই তুলে নিলেন ফিফটি।
শরিফুলের করা ৯ম ওভারে রাহুল হাঁকান ৩ ছক্কা ১ চার, কোহলি ১ চার। আর তাতে রান আসে ২৪। সাকিবের করা ইনিংসের ১০ম ওভারের প্রথম বলে২ রান নিয়ে ৩১ বলে রাহুল পূর্ণ করেন ফিফটি। পরের বলেই অবশ্য শর্ট ফাইন লেগে ক্যাচ দেন (৩২ বলে ৩ চার ৪ ছক্কায় ৫০)। ১০ ওভারে ২ উইকেটে ভারতের ৮৬ রান। ১২তম ওভারে পেরোয়া ১০০।
১৬ বলে ৩০ রান করা সুরিয়া কুমার যাদবকে আজ বেশি চড়াও হতে দেননি সাকিব। হার্দিক পান্ডিয়াকে (৫) থামান হাসান মাহমুদ। দীনেশ কার্তিক কাটা পড়েন রান আউটে (৭)।
তবে অন্য প্রান্তে কোহলি ছিলেন নিজের ছন্দে, ৩৭ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৪ বলে ৮ চার ১ ছক্কায় ৬৪ রানে। ৬ বলে ১৩ রানে অপরাজিত রবিচন্দ্রন অশ্বিন। শেষ ৫ ওভারে ভারতের স্কোরবোর্ডে ৫৪ রান।
৪৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট হাসান মাহমুদের।