টি-টোয়েন্টির নয়া ‘নাম্বার ১’ সুরিয়াকুমার যাদব

টি-টোয়েন্টির নয়া 'নাম্বার ১' সুরিয়াকুমার যাদব
Vinkmag ad

ভারতের ব্যাটার সুরিয়াকুমার যাদব ২০২২ সালকে নিজের করে নিয়েছেন। দারুণ সব শটের পসরা সাজিয়ে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ৩৬০ ডিগ্রি ব্যাটার খ্যাত সুরিয়া। ফর্মের তুঙ্গে থাকা সুরিয়া এবার উঠলেন টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকার শীর্ষে।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন ভারতীয় এই ব্যাটার।

সিডনিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলার পর পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ৪০ বলে ৬৮ রানের ইনিংস। আর এতেই নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে টপকে শীর্ষে আসেন সুরিয়া।

টি-টোয়েন্টিতে শীর্ষে ওঠা ২৩ তম ব্যাটার সুরিয়াকুমার যাদব। ভারতের পক্ষে কেবল ২য়। এর আগে ভিরাট কোহলি শীর্ষে উঠেছিলেন, সেখানে ছিলেন ১০১৩ দিন (ভিন্ন ভিন্ন সময়ে)।

সুরিয়াকুমার যাদবের রেটিং পয়েন্ট এখন ৮৬৩। ২০১৪ সালে ভিরাট কোহলির রেটিং পয়েন্ট ছিল ৮৯৭, যা ভারতীয়দের পক্ষে সর্বোচ্চ।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে শীর্ষ ব্যাটার (সেরা ১০)-

১. সুরিয়াকুমার যাদব (ভারত)- ৮৬৩
২. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)- ৮৪২
৩. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড)- ৭৯২
৪. বাবর আজম (পাকিস্তান)- ৭৮০
৫. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ৭৬৭

৬. ডেভিড মালান (ইংল্যান্ড)- ৭৪৩
৭. গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড)- ৭০৩
৮. রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা)- ৬৮৯
৯. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)- ৬৮৭
১০. ভিরাট কোহলি (ভারত)- ৬৩৮।

৯৭ ডেস্ক

Read Previous

বাদ পড়লেন সৌম্য, আগে বোলিংয়ে বাংলাদেশ

Read Next

তাসকিনের অমন শুরুর পরেও ভারতের ১৮৪

Total
3
Share