

চরম ব্যাটিং বিপর্যয়ের পর জিম্বাবুয়ের স্কোরবোর্ডে কেবল ১১৭। বোলারদের দাপটের পর ম্যাক্স’ও ডাউডের ব্যাটে ফিফটিতে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। জিম্বাবুয়েকে তারা হারালো ৫ উইকেটের বড় ব্যবধানে।
অ্যাডিলেড ওভালে দিনের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। টপ অর্ডার পুরোপুরিভাবে ব্যর্থ। ২০ রান তুলতেই জিম্বাবুয়ের নেই তিন উইকেট। এরপর শন উইলিয়ামস ও সিকান্দার রাজার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।
উইলিয়ামস ব্যক্তিগত ২৮ রানে ফিরলে ভাঙে জুটি। সিকান্দার রাজা দাঁড়িয়ে থেকে দেখেন উইকেটের মিছিল। রাজা আর শনের ইনিংস ছাড়া কেউ পোঁছাতে পারেনি দুই অংকের ঘরে। ২৪ বলে ৪০ রানের ইনিংস খেলে বিদায় নেন রাজা।
নেদারল্যান্ডসের বোলারদের তোপে পড়ে ১১৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ব্লেসিং মুজারাবানির শিকার স্টেফান মাইবার্গ (৮)।এরপর অবশ্য ম্যাক্স’ও ডাউড ও টপ কুপার জিম্বাবুইয়ান বোলারদের শাসন করেন। ৫৭ বলে গড়েন ৭৩ রানের জুটি। লুক জঙ্গেকে মারতে যেয়ে বাউন্ডারি লাইনে মাধেভেরের হাতে ক্যাচ হন ৩২ রান করা টম কুপার। ইনিংস বড় করতে পারেননি কলিন অ্যাকারম্যান।
ম্যাক্স’ও ডাউড ৪৫ বলে পূর্ণ করেন ফিফটি। পরের ওভারেই মুজারাবানির শিকার ম্যাক্স’ও। রিচার্ড এনগারাভার দ্বিতীয় শিকার ৫ রান করা স্কট এডওয়ার্ডস। বাস ডি লিড শেষপর্যন্ত ১২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।