
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর সুপার টুয়েলভের শেষ দিকের খেলা চলছে। যেখানে প্রতিটি ম্যাচের ফল প্রভাব ফেলবে সেমিফাইনালের সমীকরণে। এমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেডে শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ।
সমান ৩ টি করে ম্যাচ খেলে বাংলাদেশ ও ভারত- দুই দলেরই পয়েন্ট ৪। তবে নেট রান রেটে এগিয়ে ভারত। সেমিফাইনালে যেতে ভারত তো বটেই, বাংলাদেশকে হারাতে হবে পাকিস্তানকেও। তেমন হলে অন্য কোন দলের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে না সাকিব আল হাসানের দলকে।
মহা গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন সৌম্য সরকার, দলে ঢুকেছেন শরিফুল ইসলাম।
ভারতীয় দলেও এসেছে এক পরিবর্তন। দীপক হুদার বদলে একাদশে ঢুকেছেন আক্সার প্যাটেল।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
ভারত একাদশ-
লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), ভিরাট কোহলি, আক্সার প্যাটেল, সুরিয়াকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং।