

সাদা বল হোক কিংবা লাল বল, বাংলাদেশ দলের মূল পারফর্মার সাকিব আল হাসানই। লম্বা ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে ফরম্যাট যখন টি-টোয়েন্টি, আর প্রতিপক্ষ যখন ভারত তখন ব্যাটে-বলে ঠিক সুবিধা করে উঠতে পারেননি তিনি।
২০০৯ থেকে ২০১৮ সাল অব্দি ভারতের বিপক্ষে ৬ টি টি-টোয়েন্টি খেলেছেন সাকিব আল হাসান। বল হাতে নিয়েছেন ৬ ইনিংসেই। ২১ ওভার বল করে সাকিব নিতে পেরেছেন মাত্র ৪ উইকেট।
১২৬ বল করে সাকিব রান দিয়েছেন ১৪২। ইকোনমি ৬.৭৬ কে অবশ্য ভদ্রস্থই বলতে হবে। প্রতি ৩১.৫ বল বাদে নিয়েছেন ১ টি করে উইকেট। উইকেট প্রতি খরচ করতে হয়েছে ৩৫.৫০ রান। কোন ম্যাচেই ১ এর বেশি উইকেট পাননি সাকিব, সেরা বোলিং ফিগার ১৫ রান খরচে ১ উইকেট।
ব্যাট হাতেও ভারতের বিপক্ষে সুবিধা করে উঠতে পারেননি সাকিব। ৬ ইনিংসেই ব্যাট করা সাকিব রান করেছেন কেবল ৬২। ৫৮ বল মোকাবেলা করে এই ৬২ রান করার পথে ৬ বারই আউট হয়েছেন তিনি।
টি-তোয়েন্টিতে ভারতের বিপক্ষে সাকিবের ব্যাটিং গড় মাত্র ১০.৩৩। স্ট্রাইক রেটটা ১০৬.৮৯। কখনোই পার করতে পারেননি ২৫ এর গন্ডি, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ২২। ৫৮ বল খেলে ৪ টি চার ও ২ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।