ভারতের বিপক্ষে সাকিবের অনুজ্জ্বল রেকর্ড

ভারতের বিপক্ষে সাকিবের অনুজ্জ্বল রেকর্ড
Vinkmag ad

সাদা বল হোক কিংবা লাল বল, বাংলাদেশ দলের মূল পারফর্মার সাকিব আল হাসানই। লম্বা ক্যারিয়ারে বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে ফরম্যাট যখন টি-টোয়েন্টি, আর প্রতিপক্ষ যখন ভারত তখন ব্যাটে-বলে ঠিক সুবিধা করে উঠতে পারেননি তিনি।

২০০৯ থেকে ২০১৮ সাল অব্দি ভারতের বিপক্ষে ৬ টি টি-টোয়েন্টি খেলেছেন সাকিব আল হাসান। বল হাতে নিয়েছেন ৬ ইনিংসেই। ২১ ওভার বল করে সাকিব নিতে পেরেছেন মাত্র ৪ উইকেট।

১২৬ বল করে সাকিব রান দিয়েছেন ১৪২। ইকোনমি ৬.৭৬ কে অবশ্য ভদ্রস্থই বলতে হবে। প্রতি ৩১.৫ বল বাদে নিয়েছেন ১ টি করে উইকেট। উইকেট প্রতি খরচ করতে হয়েছে ৩৫.৫০ রান। কোন ম্যাচেই ১ এর বেশি উইকেট পাননি সাকিব, সেরা বোলিং ফিগার ১৫ রান খরচে ১ উইকেট।

ব্যাট হাতেও ভারতের বিপক্ষে সুবিধা করে উঠতে পারেননি সাকিব। ৬ ইনিংসেই ব্যাট করা সাকিব রান করেছেন কেবল ৬২। ৫৮ বল মোকাবেলা করে এই ৬২ রান করার পথে ৬ বারই আউট হয়েছেন তিনি।

টি-তোয়েন্টিতে ভারতের বিপক্ষে সাকিবের ব্যাটিং গড় মাত্র ১০.৩৩। স্ট্রাইক রেটটা ১০৬.৮৯। কখনোই পার করতে পারেননি ২৫ এর গন্ডি, সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ২২। ৫৮ বল খেলে ৪ টি চার ও ২ টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

৯৭ ডেস্ক

Read Previous

৭ বছর আগের সুখস্মৃতি মাথায় নিয়ে নামবেন সাকিবরা

Read Next

লো-স্কোরিং ম্যাচে জিম্বাবুয়েকে হারালো নেদারল্যান্ডস

Total
22
Share