৭ বছর আগের সুখস্মৃতি মাথায় নিয়ে নামবেন সাকিবরা

৭ বছর আগের সুখস্মৃতি মাথায় নিয়ে নামবেন সাকিবরা
Vinkmag ad

২০১৫ সালের ৯ মার্চ, অ্যাডিলেড ওভালে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে তাদেরকে বিদায় করেছিল বাংলাদেশ। পরবর্তীতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল মাশরাফি বিন মর্তুজার দল। ৭ বছর বাদে সেই অ্যাডিলেড ওভালে ভারতের মুখোমুখি সাকিব আল হাসানের দল, মঞ্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ ম্যাচ।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অ্যাডিলেডের সেই সুখস্মৃতি মনে করানো হয় সাকিব আল হাসানকে। বাংলাদেশ অধিনায়ক বলছেন ভালো স্মৃতি অবশ্যই অনুপ্রেরণা যোগায়। যদিও সেই ম্যাচের অংশ ছিলেন এমন ক্রিকেটার বর্তমান দলে আছেন সাকিব সহ ৩ জন।

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘ঐ টিম (২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো দল) থেকে বোধ হয় আমি আর তাসকিন আছি (ছিলেন সৌম্য সরকারও)। অবশ্যই ভালো স্মৃতি, ভালো স্মৃতি সবসময়ই অনুপ্রেরণা যোগায়। আশা করি ঐ স্মৃতি যেনো আমাদের সাহায্য করে মেন্টালি।’

ভারতের বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচে লড়াই করে হেরেছিল বাংলাদেশ। সাকিব বলছেন এই ম্যাচেও লড়াই করবে তার দল। দর্শকদের উপহার দিতে চান

‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই দর্শকদের জন্য ভালো হবে। শেষ ম্যাচটা অনেক ভালো একটা ম্যাচ ছিলো, বিশেষ করে দর্শকদের জন্য। আশা করি ওরকমই একটা ভালো ম্যাচ যেনো উপহার দিতে পারি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

তিন সেঞ্চুরিতে রাজশাহীর পাঁচশো, আশরাফুলের ডাক

Read Next

ভারতের বিপক্ষে সাকিবের অনুজ্জ্বল রেকর্ড

Total
20
Share