

টানা দুই ম্যাচ পরিত্যক্তের পর অবশেষে আফগানিস্তান মাঠের লড়াইয়ে। তবে লড়াইটা ঠিক জমাতে পারেনি আফগানরা। শ্রীলঙ্কাকে ১৪৫ রানের টার্গেট দিয়ে আফগানিস্তান হেরেছে ৬ উইকেটের বড় ব্যবধানে। ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলে জয়ের নায়ক ধনঞ্জয়া সিলভা। এই পরাজয়ে সেমিফাইনালে যাবার স্বপ্ন শেষ হয়েছে আফগানিস্তানের।
ব্রিসবেনে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ইনিংস থামে ৮ উইকেট হারিয়ে ১৪৪ এ। দুই ওপেনার ভালো শুরু করলেও শেষদিকে যেয়ে ইনিংস বড় করতে পারেননি কোনো ব্যাটার। সর্বোচ্চ ২৮ রানের ইনিংস আসে রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে। আরেক ওপেনার উসমান গনি করেন ২৭ রান।
তিনে নামা ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে আসে ২২, নাজিবউল্লাহ জাদরান ফেরেন ১৮ করে। বিশ্বকাপের ম্যাচে খেলতে নেমে ব্যর্থ গুলবেদিন নাইব। অধিনায়ক মোহাম্মদ নবীও বিদায় নেন দ্রুত (১৩)।
বল হাতে লঙ্কান ওয়ানিন্দু হাসারাঙ্গা ছিলেন দুর্দান্ত। মাত্র ১৩ রান খরচায় দখলে নেন ৩ উইকেট। এছাড়া লাহিরু কুমারর ঝুলিতে আসে ২টি ও কাসুন রাজিথা নেন ১টি উইকেট।
লক্ষ্য তাড়ায় নেমে মুজিব উর রহমানের স্পিন ঘূর্ণির সামনে পড়ে শুরুতেই উইকেট হারান পাথুম নিসাঙ্কা (১০)। ২৭ বলে ২৫ করে কুশল মেন্ডিস হয়েছেন রাশিদ খানের শিকার। ১৯ রানের বেশি পাননি চারিথ আসালাঙ্কা। ১৪ ওভারের মাথায় দলীয় ১০০ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।
তিনে নামা ধনঞ্জয়া ডি সিলভা ব্যাট হাতে শাসন করেন আফগান বোলারদের। ৩৬ বলে পূর্ণ করেন ফিফটি। তাকে দারুণভাবে সঙ্গ দিয়ে ভানুকা রাজাপাকসে অবশ্য উইকেটের পেছেন ক্যাচ দেন মুজিবের বলে। ফেরার আগে ১৪ বলে করেন ১৮। ধনঞ্জয়া শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৬২ রানে। শ্রীলঙ্কা ৯ বল বাকি থাকতে পেয়েছে ৬ উইকেটের জয়।
এই জয়ে সেমি ফাইনালে যাবার স্বপ্ন কাগজে-কলমে টিকে আছে শ্রীলঙ্কার, তবে বিদায় নিশ্চিত হয়েছে মোহাম্মদ নবির দলের।