ক্লোজ ম্যাচ জিততে শুরু করেছে সাকিবের দল

ক্লোজ ম্যাচ জিততে শুরু করেছে সাকিবের দল
Vinkmag ad

আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংষ্করণ টি-টোয়েন্টি। যে ফরম্যাটে এখন অব্দি ঠিক সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ। বেশ কিছু ম্যাচ হারতে হয়েছে শেষদিকে নার্ভ ধরে রাখতে না পেরে। তবে এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ দুইটি ক্লোজ ম্যাচ জিতেছে সাকিব আল হাসানের দল।

নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয়ের ম্যাচকে সেভাবে ক্লোজ বলা না গেলেও জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের জয়ের ম্যাচ ছিল শ্বাসরুদ্ধকর। বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান পাপন তো বলেছেন আরেকটু হলে জ্ঞান হারাতেন তিনি!

এমন ক্লোজ ম্যাচ জিততে পেরে খুশি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে দুই এক ম্যাচ জিতেই সাকিব বলছেন না যে নার্ভ ঠিক রেখে ঘুরে দাঁড়ানো শিখে গেছে তার দল। অ্যাডিলেডে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব বলছেন প্রসেসটা শুরু হয়েছে। 

সাকিব বলেন, ‘ম্যাচ জিতলে তো অবশ্যই ভালো লাগে, আর আলাদা করে টি-টোয়েন্টি ম্যাচে হয় যে লাস্ট ওভার কিংবা সেকেন্ড লাস্ট ওভারে ম্যাচ ডিসাইড হয়। টি-টোয়েন্টি খেলা যেহেতু অল্প সময়ের খেলা, প্রতিযোগিতা বেশি থাকে। এখানে ক্লোজ ম্যাচগুলোই বেশি হবে। এই নার্ভগুলো ধরে রাখতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। আগে যেটা হচ্ছিল যে আমরা ক্লোজ ম্যাচগুলো হেরে যাচ্ছিলাম। সেখান থেকে আমরা এখন ঘুরে দাঁড়ানো শিখছি, আমি বলবো না যে শিখে গিয়েছি। একটু তো উন্নতি আছেই যেখানে আমরা, আগে যে ক্লোজ ম্যাচ গুলোতে গেলেই হেরে যেতাম, ওখানে জেতা শুরু হয়েছে।’

এবারের বিশ্বকাপে ৩ পেসার নিয়ে খেলছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে এই তিন পেসার ছাড়া বিশেষজ্ঞ বোলার ছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পরাজয়ের ম্যাচে ছিলেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে ম্যাচে দলের কম্বিনেশন কি হবে তা এখনো চূড়ান্ত না করলেও সাকিব বলছেন দলের যে রিসোর্স আছে সেটার সেরা ব্যবহার নিয়েই চিন্তা করবে তার দল। 

‘একাদশ নিয়ে আসলে চিন্তা করা হয়নি, তবে কম্বিনেশন তো চাইলেই অনেক রকম বানানো যায়। এমন না যে একটা কম্বিনেশন নিয়েই আছে কিংবা থাকবে। আর কম্বিনেশন আসলে অনেক রকম বানানো যায়। তারপরেও আমাদের যে রিসোর্স আছে, তা দিয়ে কিভাবে বেস্ট ইউজ করতে পারি সেটা আমাদের চিন্তা করতে হবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

মোসাদ্দেককে অকেশনাল বোলার বলতে নারাজ সাকিব

Read Next

শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিলো আফগানিস্তান

Total
24
Share