শ্রীরামকে আরও বেশি সময়ের জন্য চান সাকিব

শ্রীরামকে আরও বেশি সময়ের জন্য চান সাকিব
Vinkmag ad

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের মেয়াদ শেষ হচ্ছে বিশ্বকাপ দিয়ে। তবে দলের অধিনায়ক সাকিব আল হাসান চান এই ভারতীয় টাইগারদের সাথে কাজ চালিয়ে যাক।

সর্বশেষ এশিয়া কাপের আগে নতুন মোড়কে শ্রীরামকে বাংলাদেশে আনে বিসিবি। তিন ফরম্যাটের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে শুধু ওয়ানডে ও টেস্টে মনযোগী করতে শ্রীরামকে টি-টোয়েন্টির জন্য নিয়োগ দেওয়া হয়।

সরাসরি প্রধান কোচ না বলা হলেও যেহেতু ডোমিঙ্গো টি-টোয়েন্টি দলের অংশ হচ্ছেন না, তাই শ্রীরামই টেকনিক্যাল কনসালটেন্টের আড়ালে মূল ভূমিকায়। সাবেক এই ভারতীয় ক্রিকেটার, বিশ্বজুড়ে সমাদৃত কোচকে অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপ পর্যন্তই চুক্তিবদ্ধ করা হয়। অতীতে আইপিএলে কাজ করা, অস্ট্রেলিয়া জাতীয় দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করাই তাকে এগিয়ে রেখেছিল।

নিজস্ব দর্শনে বাংলাদেশের সাথে কাজ শুরু করলেও ফলাফল বিবেচনায় হয়তো এখনই তাকে মূল্যায়ণ করার অবস্থা তৈরি হয়নি। কারণ এশিয়া কাপ হয়ে চলমান বিশ্বকাপ মিলিয়ে এখন অব্দি ১১ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে টাইগাররা। যেখানে সাফল্য বলতে ৪ জয়, যার প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।

বড় প্রতিপক্ষের বিপক্ষে মুখ থুবড়েই পড়েছে বেশিরভাগ সময়। তবে কাজের ধরনে দারুণ সন্তুষ্ট অধিনায়ক সাকিব। তার মতে অল্প সময়ে নিজের কাজটা বেশ ভালোভাবে করেছেন শ্রীরাম। সাকিবের চাওয়া তাকে যেন আরও বেশি সময়ের জন্য টেনে নেয় বোর্ড।

আগামীকাল (২ নভেম্বর) অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমি মনে করি সে বেশ ভালোভাবে তার কাজ শেষ করেছে এখানের আসার পর থেকে। তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে যা নিয়ে সে কাজ করতে চেয়েছে। ছেলেদের সাথে তার সম্পর্কও ভালো।’

‘যেভাবে সে কথা বলে তা ছেলেদের কাছে ভালো লাগে। তার অধীনে আমরা কয়টা ম্যাচ খেললাম, আমি জানি না…হয়তো তিন, চার, পাঁচ, ছয়টা ম্যাচ। এই অল্প সময়ে আমি মনে করি সে তার কাজটা ভালোভাবে করেছে এরকম একটা তরুণ দল নিয়ে। আমি আশা করি সে বাংলাদেশের হয়ে চালিয়ে যাবে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘দুই ম্যাচের একটি জিতলেই সেটা আপসেট’

Read Next

বয়সের তুলনায় হাসান মাহমুদের মাথা ভালো বলছেন সাকিব

Total
16
Share