

ধারে-ভারে বাংলাদেশ দল ভারতের চেয়ে বেশ পিছিয়ে। ৫০ ওভারি বিশ্বকাপ ২ বার ও ২০ ওভারি বিশ্বকাপ ১ বার জেতা ভারতের বিপরীতে বাংলাদেশের ট্রফি ক্যাবিনেটে নেই কোন বৈশ্বিক ট্রফি। বেশ কবার এশিয়া কাপের ফাইনাল খেললেও সেখানে হারতে হয়েছে ভারত বা পাকিস্তানের বিপক্ষে।
সুপার টুয়েলভে বাংলাদেশের শেষ দুই ম্যাচ এই ভারত ও পাকিস্তানের বিপক্ষেই। যেই দুই ম্যাচ জিতলে বাংলাদেশ উঠে যাবে সেমিফাইনালে। তবে ভারতের বিপক্ষে আগামীকালের ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলছেন এই দুই ম্যাচের একটি জিতলেও সেটা আপসেট হিসাবেই গন্য হবে।
সাকিব বলেন, ‘পরবর্তী লক্ষ্য দুইটা ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুইটা ম্যাচের কোনটা যদি জিততে পারি সেটা আপসেট হিসাবেই গন্য হবে। সেই আপসেট টা যদি আমরা করতে পারি আমরা খুশি হবো। না করতে পারলেও অবশ্য খুব বেশি কিছু বলার নেই। কাগজে কলমে যদি দেখেন দুই দলই আমাদের চেয়ে অবশ্যই ভালো। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে তাহলে কেনো জিততে পারবো না? এই বিশ্বকাপে আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে। সুতরাং ওরকম একটা ফল হলে অবশ্যই আমরা খুশি হবো।’
এমনিতে এখন অব্দি ১১ টি-টোয়েন্টি খেলে ভারতের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছে কেবল ১ টিতে। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটার বা দর্শক সবার মাঝে বাড়তি এক উত্তেজনা দেখা যায়। সাকিব অবশ্য তেমন কিছু অনুভব করছেন না। বরং বিশ্বকাপ শুরুর আগে বলা কথাতেই থাকছেন তিনি। ভারতের বিপক্ষে ম্যাচ আলাদা কিছু নয় তার কাছে।
সাকিব বলেন, ‘না, আমি প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যেটা বলেছি প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটি ম্যাচই আমরা একই অ্যাপ্রোচ নিয়ে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন অবস্থায় খেলা হচ্ছে এটা নিয়ে আমরা চিন্তা করতে চাই না। এবং আমরা ঐ মুহূর্তটা উপভোগ করতে চাই। সুতরাং আমাদের ঐ একই পরিকল্পনা থাকবে।’