জাজাইয়ের সর্বনাশে গুলবেদিনের পৌষ মাস

sp04 Gulbadin Naib

গুলবাদিন নাইব

Vinkmag ad

হার্ড হিটিং ওপেনার হযরতউল্লাহ জাজাইয়ের চোটের কারণে আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে তাদের স্কোয়াডে পরিবর্তন করতে বাধ্য হয়েছে। জাজাই ছিটকে পড়ায় মূল স্কোয়াডে ঢুকলেন অলরাউন্ডার গুলবেদিন নাইব।

আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি আফগানিস্তান দলে হযরতউল্লাহ জাজাইয়ের বদলি হিসেবে গুলবেদিন নাইবকে ১৫ সদস্যের স্কোয়াডে ঢুকার অনুমোদন দিয়েছে। নাইব বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন। প্রায় এক বছর পর বিশ্বকাপ আসর দিয়েই প্রথম টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন গুলবেদিন।

বিশ্বকাপ মিশনে এসে পেট এবং কিডনির সমস্যায় ভুগছেন জাজাই এবং এর ফলে টুর্নামেন্টের বাকি অংশ থেকে বাদ পড়েছেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১০টায় ব্রিসবেনে আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে মুখোমুখি হবে এবং সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। এরপর শুক্রবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানরা টুর্নামেন্টে তাদের শেষ ম্যাচ খেলবে, সেমিফাইনালে যাওয়ার জন্য যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে।

মোহাম্মদ নবীর দলই একমাত্র দল যারা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় জয় পায়নি, কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া দুটি ম্যাচে তারা পেয়েছে দুই পয়েন্ট।

আফগানিস্তান স্কোয়াড:

মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, দারুউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কায়েস আহমেদ, রাশিদ খান, সেলিম সাফি, গুলবেদিন নায়ইব এবং উসমান গনি।

স্ট্যান্ডবাই প্লেয়ার: আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, রহমত শাহ।

৯৭ ডেস্ক

Read Previous

বিকেএসপিতে এক দিনে ২৩ উইকেটের পতন, খুলনায় গেল উইকেটশূন্য দিন

Read Next

‘দুই ম্যাচের একটি জিতলেই সেটা আপসেট’

Total
43
Share