
ছবিঃ রাইজিং বিডি

২৪তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে টায়ার টু’য়ের ম্যাচে বিকেএসপিতে এক দিনে ২৩ উইকেটের পতন! বিপরীতে খুলনায় গেল উইকেটশূন্য এক দিন। সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত বরিশালের দুই ওপেনার জহুরুল হক ও জুনায়েদ সিদ্দিকী।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দাপট দেখিয়ে প্রথম দিন শেষ করেছে রাজশাহী বিভাগ। বরিশাল বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে রাজশাহী তুলেছে ২৪২ রান।
বরিশালের সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ওপেনার জহুরুল হক ও জুনায়েদ সিদ্দিকী। দ্বিতীয় দিন জহুরুল ১২৭ ও জুনায়েদ ১০৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন।
চলমান এনসিএলের টায়ার টু’য়ের আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে প্রথম দিনেই পড়েছে মোট ২৩ উইকেট। প্রথম ইনিংসে ডাক হওয়া খুলনার অধিনায়ক ইমরুল কায়েস দ্বিতীয় ইনিংসে করেন কেবল ৪।
ঢাকা মেট্রোর বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায় খুলনা বিভাগ। দুই অংকের ঘরে পৌঁছান কেবল দুই ব্যাটার। অধিনায়ক ইমরুল কায়েস হয়েছেন ডাক। বল হাতে মেট্রোর একেএস স্বাধীন মাত্র ১২ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
জবাব দিতে নেমে ১১৮ রানেই গুটিয়ে যায় ঢাকা মেট্রো। খুলনার শেখ মেহেদী হাসান পূর্ণ করেছেন ফাই-ফার। ৪৪ রান খরচে পাঁচ উইকেট দখলে নিয়ে একাই মেট্রোর ব্যাটিং লাইন চুরমার করে দেন।
শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮ রান করতেই খুলনা হারিয়ে ফেলে শুরুর তিন উইকেট। আবু হায়দার রনি আগুন বোলিংয়ের তোপে পড়ে ফের ব্যর্থ ইমরুল কায়েস।