

ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য পৃথক পৃথক স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। রোহিত শর্মা, ভিরাট কোহলি, লোকেশ রাহুল সহ পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসবে ভারত।
৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলতে ডিসেম্বরে বাংলাদেশে আসবে ভারত। টেস্ট স্কোয়াডে ফিরেছেন রোহিত শর্মা, ভিরাট কোহলি ও লোকেশ রাহুল। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম নিয়েছেন তারা।
নিউজিল্যান্ড সফর বা বাংলাদেশ সফর কোন সফরেই নেই ইনজুরির জন্য বিশ্বকাপ মিস করা জাসপ্রীত বুমরাহ।
টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন হনুমা বিহারি, বিবেচনা করা হয়নি আজিঙ্কা রাহানেকেও।
বাংলাদেশের বিপক্ষে ভারতের ওয়ানডে স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, ভিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশাব পান্ট (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি্ মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও ইয়াশ দায়াল।
Squad for Bangladesh Tests:
Rohit Sharma (C), KL Rahul (VC), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (wk), KS Bharat (wk), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav.
— BCCI (@BCCI) October 31, 2022
বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পুজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাব পান্ট (উইকেটরক্ষক), কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদ্বীপ যাদব, শারদুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।
৪, ৭ ও ১০ ডিসেম্বরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ৩ ওয়ানডে। ১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া ১ম টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ তারিখ শুরু হবে ২য় টেস্ট, শেষ টেস্ট খেলতে চট্টগ্রাম থেকে মিরপুরে ফিরবে দুই দল।
২৭ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারত।