

অ্যারন ফিঞ্চের ব্যাটিং দাপটে আইরিশদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৭৯ তে। লক্ষ্য তাড়ায় নেমে কামিন্স-জাম্পা-ম্যাক্সওয়েলদের তোপের মুখে পড়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। ম্লান হয়ে গেল লরকান টাকারের ৭১* রানের অনবদ্য ইনিংস। ৪২ রানের জয়ে টেবিলের দুইয়ে জায়গা করে নিল স্বাগতিকরা।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট খুইয়ে ১৭৯ রানের সংগ্রহ জমা করে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই ফিরে যান ডেভিড ওয়ার্নার (৩)। এরপর অ্যারন ফিঞ্চের সঙ্গে মিচেল মার্শের ৫২ রানের জুটি। ২২ বলে ২৮ করা মার্শ বিদায় নেন ব্যারি ম্যাককার্থি বলে ক্যাচ তুলে। ইনিংস বড় করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল (১৩)।
এরপর ফিঞ্চ ফের জুটি গড়েন মার্কাস স্টয়নিসের সঙ্গে। ৩৬ বলে ৭০ রানের এই জুটি ভাঙে ফিঞ্চের বিদায়ে। ফিফটি হাঁকিয়ে ফিঞ্চ প্যাভিলিয়নে ফেরত যান ৬৩ রানের ইনিংস খেলে। ৪৪ বলে পাঁচ ৪ ও ৩ ছয়ে সাজানো অজি অধিনায়কের এই অনবদ্য ইনিংস। স্টয়নিস আউট হন ব্যক্তিগত ৩৫ রানে।
শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৭৯ রানে। টিম ডেভিড ১৫ ও ম্যাথু ওয়েড অপরাজিত থাকেন ৯ রান করে।
আইরিশ বোলারদের মধ্যে এদিন সবচেয়ে খরুচে মার্ক অ্যাডায়ার। ৪ ওভারে দেন ৫৯ রান, থাকেন উইকেটশূন্য। বিপরীতে ব্যারি ম্যাককার্থি ২৯ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। ২১ রানের বিনিময়ে জশ লিটলের ঝুলিতে ২ উইকেট।
১৮০ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই প্যাট কামিন্সের বলে বোল্ড হন অ্যান্ড্রু বালবার্নি (৬)। দাপুটে শুরু করেও ১১ রানের বেশি পাননি পল স্টার্লিং। ম্যাক্সওয়েল বলে মিড অফে কামিন্স নিয়েছেন সহজ ক্যাচ। ওভারের শেষ বলে ম্যাক্সওয়েল তুলে নেন হ্যারি টেক্টরের উইকেট (৬)। ৩ ওভারে ২৪ রান তুলতেই ৩ উইকেট হারায় আয়ারল্যান্ড।
নিজের দ্বিতীয় বলেই মিচেল স্টার্ক ভাঙেন কার্টিস ক্যাম্ফারের স্টাম্প; ফেরেন ডাক হয়ে। স্টার্ক ওভারের শেষ বলে ভাঙেন জর্জ ডকরেলের অফ স্টাম্প। তাকেও ফিরতে হয় শূন্য হাতে। মেডেনসহ স্টার্কের প্রথম ওভারে দুই উইকেট।
এরপর জুটি হয় লরকান টাকার ও গ্যারেথ ডেলানির ব্যাটে। নিজের প্রথম ওভার করতে এসেই জুটি ভাঙেন স্টয়নিস। ডেলানি সাজঘরের পথে হাটেন ব্যক্তিগত ১৪ রানে। পরের আর কেউ তেমন ভাবে রান পাননি। তবে উইকেটের আরেক প্রান্তে দাঁড়িয়ে লরকান টাকার ছিলেন অনবদ্য।
১৩৭ রানে আইরিশরা অলআউট হলেও টাকার শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৭১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ১৭৯/৫ (২০ ওভার) ওয়ার্নার ৩, ফিঞ্চ ৬৩, মার্শ ২৮, ম্যাক্সওয়েল ১৩, স্টয়নিস ৩৫, ডেভিড ১৫*, ওয়েড ৯*; লিটল ২/২১, ম্যাককার্থি ৩/২৯
আয়ারল্যান্ড: ১৩৭/১০ (১৮.১ ওভার) স্টার্লিং ১১, বালবার্নি ৬, হেক্টর ৬, ক্যাম্ফার ০, ডকরেল ০, টাকার ৭১*, ডেলানি ১৪, অ্যাডায়ার ১১; ম্যাক্সওয়েল ২/১৪, জাম্পা ২/১৯, স্টার্ক ২/৪৩, স্টয়নিস ১/৬
ফলাফল: অস্ট্রেলিয়া ৪২ রানে জয়ী
ম্যাচ সেরা: অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)।