

এমনিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি অনুসরণ করা ক্রিকেটার ভিরাট কোহলি। ভারতের এই তারকা ক্রিকেটার প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অনেক বিষয়ে। তবে সোমবার সকালে যা শেয়ার করলেন তা কোহলি ও তার ভক্তদের জন্য সুখকর কিছু না।
ধরুন আপনি একদিন সকালে উঠে দেখলেন আপনার অনুপস্থিতিতে কেউ আপনার ঘরে প্রবেশ করে আপনার শোবার জায়গা, টয়লেট, জিনিসপত্রের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে! কেমন লাগার কথা আপনার? নিরাপত্তাহীনতায় কি আপনি ভুগবেন না? আপনার কি মনে হবে না যে আপনার প্রাইভেসি বলতে কিছুই নেই?
কোহলির সঙ্গে ঘটেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার অনুপস্থিতিতে তার হোটেল কক্ষে কেউ প্রবেশ করে তার কক্ষের বিভিন্ন জিনিসপত্রের ভিডিও ধারণ করে তা প্রকাশ করে। ব্যক্তির পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে ব্যক্তিটি হোটেলের কেউ।
ঐ ভিডিও প্রকাশ করে ইন্সটাগ্রামে ভিরাট কোহলি লেখেন,
‘আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়কে দেখতে পেলে তাদের সাথে সাক্ষাৎ করতে পারলে উচ্ছ্বসিত হয়, খুশি হয়। এটাকে আমি সবসময়ই বাহবা দিই। তবে এই ভিডিও খুবই ভয়ঙ্কর যা আমার প্রাইভেসি নিয়ে ভ্রম তৈরি করেছে।’
‘যদি আমি আমার হোটেল কক্ষেই প্রাইভেসি না পাই, তাহলে আমি আমার ব্যক্তিগত জায়গা কোথায় পাবার আশা করতে পারি! আমি এমন কার্যক্রমকে সমর্থন করি না যা প্রাইভেসির পরিপন্থী। দয়া করে মানুষের প্রাইভেসিকে সম্মান করুন এবং তাদেরকে পন্য হিসাবে বা বিনোদনের জন্য ব্যবহার না করুন।’
View this post on Instagram
সেই পোস্টে ডেভিড ওয়ার্নার লেখেন, ‘এটা অসহ্য, অগ্রহণযোগ্য। এটা কি ক্রাউন পার্থ?’