

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন সুরিয়াকুমার। তিন ম্যাচেই পেয়ে যান দুটি হাফ সেঞ্চুরি! গতরাতে তো ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ফিনিক্স পাখির মতো লড়াই করলেন। পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক সুরিয়াকুমার যাদবের প্রশংসা করে বলেন, সুরিয়ার বোলারের মন পড়ার ক্ষমতা আছে। প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হকও শোয়েবের সাথে সুর মিলিয়েছেন।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২৫ বলে ৫১ রানে থাকেন অপরাজিত। ওই ম্যাচে যেখানে শেষ করেছিলেন, গতরাতে সেখান থেকেই শুরু করেন স্কাই। প্রোটিয়াদের বিরুদ্ধে চাপের মুখে দাঁড়িয়ে ৪০ বলে খেলেন ৬৮ রানের অনবদ্য এক ইনিংস। মাঠের চারপাশে খেলার ক্ষমতায় সুরিয়াকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়।
রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা খেলা নিয়ে কথা বলার সময় সুরিয়ার ব্যাটিং দক্ষতা নিয়ে শোয়েব মালিক মন্তব্য করেন,
‘সুরিয়াকুমারের শুধু কন্ডিশন ভালোভাবে পড়ার ক্ষমতাই নয় বোলারের মনও পড়তে পারেন। তিনি যে শট খেলেন, যেটি তিনি পিছনে মারেন…তার কৌশলটি এতই ভাল যে সে বল উচ্চতায় না পেলেও সে তা কার্যকর করতে পারে।’
পাকিস্তান গ্রেট মিসবাহ-উল-হকও মেতেছেন সুরিয়ার বন্দনায়,
‘সুরিয়াকুমার যাদব টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান। আমি এমন ইনিংস দেখিনি, সে অসাধারণ।’
সুরিয়ার ব্যাটিং দেখে উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছেন ক্রিকেটের খ্যাতিমান তারকারা। কেন সুরিয়া এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেক ম্যাচেই।