বাংলাদেশ ম্যাচের আগে অভিজ্ঞ কার্তিককে নিয়ে ভারতের সংশয়

দীনেশ কার্তিক নিদাহাস
Vinkmag ad

গতরাতে পার্থ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ভারতের উইকেটরক্ষক দীনেশ কার্তিক। আর তাতেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত তার খেলা।

আগামী ২ নভেম্বর অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞ কার্তিকের খেলা নিয়ে নিয়ে তৈরি হয়েছে সংশয়। তবে চোট কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।

পিঠের ব্যথায় কাবু হয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ পাঁচ ওভার কিপিং করতে পারলেন না কার্তিক। তাঁর জায়গায় উইকেটকিপিং করতে মাঠে নামেন রিশাব পান্ট।

কার্তিক যদি পরের ম্যাচের আগে পুরো ফিট না হয়ে ওঠেন, তাহলে বদলি হিসেবে রিশাব পান্ট যে ভারতের সেরা একাদশে ফিরবেন তা প্রায় চূড়ান্ত।

বিশ্বকাপে এখন পর্যন্ত সেভাবে জ্বলে ওঠতে পারেননি কার্তিক। ব্যাট হাতে ধুঁকছেন ম্যাচের পর ম্যাচ। তবে বাংলাদেশ যে কার্তিকের প্রিয় প্রতিপক্ষ, তা তার পরিসংখ্যান দেখলেই বুঝা যায়। তবে চোট গুরুতর হলে অভিজ্ঞ কার্তিককে ছাড়াই সাকিবদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে ভারতকে।

৯৭ ডেস্ক

Read Previous

পার্থের ছাদ থেকে অদ্ভুত ধারাভাষ্য দিয়ে নাটালির বাজিমাত

Read Next

সুরিয়ার প্রশংসায় দুই পাকিস্তানি মালিক-মিসবাহ

Total
1
Share