

আইসিসি টিভির নাটালি জার্মানোসের নতুন ধারাভাষ্যের স্থান, পার্থের ছাদ! পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচে পার্থ স্টেডিয়ামের ছাদে কমেন্টেটর পাঠিয়ে আইসিসির চমক। দক্ষিণ আফ্রিকান ধারাভাষ্যকার বলেন, এটি তার সর্বকালের সেরা আসন।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাকিস্তানের খেলায় অ্যাকশনের এক অনন্য দৃশ্য দেখা যায়। পার্থ স্টেডিয়ামের ছাদ থেকে উল্টো মন্তব্য করার সময় নাটালি জার্মানোস বলেছেন, “এটি একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি।”
আলোড়ন সৃষ্ট করা সেই কমেন্টেটর নাটালি এরপর টুইট বার্তায় বললেন রোমাঞ্চকর সেই মুহূর্তের গল্প,
‘এটি একটি অবিস্মরণীয় সুযোগ ছিল! শুধু সেখানে থাকা আশ্চর্যজনক ছিল এবং তারপরে সম্প্রচারে করা ছিল একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা!’
This was an unforgettable opportunity!
Just being up there was amazing and then to get to do it on air was an incredible experience ! https://t.co/ldzCkQmB3n— Natalie Germanos ???? (@NatalieGermanos) October 30, 2022
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের ধারাভাষ্যে নতুনদের পাশাপাশি আছেন অভিজ্ঞরাও। এউইন মরগান, স্যামুয়েল বদ্রি, কালোর্স ব্রাথওয়েট, ডেল স্টেইন, ডার্ক ন্যানেস, নেইল ও’ব্রায়েন, মাইকেল ক্লার্কের মতো তারকা। মোট ২৯ জন ধারাভাষ্যকারের মধ্যে তিনজন নারী- মেল জোন্স, ইশা গুহা ও নাটালি জার্মানোস।