অবশেষে জয়ের দেখা পেলো পাকিস্তান

অবশেষে জয়ের দেখা পেলো পাকিস্তান
Vinkmag ad

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে শেষ বলে গড়ানো ম্যাচে পরাজয়, জিম্বাবুয়ের বিপক্ষে ১ রানের পরাজয়ের ম্যাচও গড়ায় শেষ বল অব্দি। ব্যাটিং-বোলিং ঠিকঠাক হলেও ঠিক জয় আসছিলো না, অবশেষে পার্থে এলো সেই কাঙ্ক্ষিত জয়। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাবর আজমের দল।

পার্থে এদিন আগে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। ধীর লয়ে শুরু করা ডাচরা উইকেট হারায় ৩য় ওভারের ২য় বলেই। ১১ বলে ৬ রান করে শাহীন শাহ আফ্রিদির শিকারে পরিণত হন স্টিফান মাইবার্গ। তিনে নামা বাস ডি লিডকে ফিরতে হয় রিটায়ার্ড হার্ট হয়ে। ১৬ বলে ৬ রান করা লিড আঘাত পান হারিস রউফের বলে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়েন কলিন অ্যাকারম্যান ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ৪র্থ উইকেট জুটিতে এই রান আসার পর আর মাত্র ৩০ রান করতে পারে নেদারল্যান্ডস।

২০ ওভারে ৯ উইকেট হারানো নেদারল্যান্ডসের সংগ্রহ ৯১ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান কলিন অ্যাকারম্যানের। পাকিস্তানের পক্ষে ২২ রান খরচে ৩ উইকেট নেন শাদাব খান, ২ উইকেট মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের। ১ টি করে শিকার শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের।

জবাব দিতে নেমে শুরুতেই বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। ৫ বলে ৪ রান করা বাবর আজম আউট হন রান আউটে কাটা পড়ে। এরপর মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ৩৭ রানের জুটি।

১৬ বলে ২০ রান করে ফেরেন ফখর। ফিফটি থেকে ১ রান দূরে থেকে ফেরেন মোহাম্মদ রিজওয়ান। তবে ততক্ষণে জয়ের খুব কাছাকাছি পাকিস্তান। দল যখন জয় থেকে ১ রান দূরে তখন ফেরেন শান মাসুদও। ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

বল হাতে দারুণ পারফর্ম করা শাদাব খান হন ম্যাচসেরা।

৯৭ ডেস্ক

Read Previous

একটু হলে জ্ঞান হারাতেন পাপন

Read Next

মাহেলার কীর্তি ছুঁয়েছেন কোহলি

Total
4
Share