একটু হলে জ্ঞান হারাতেন পাপন

একটু হলে জ্ঞান হারাতেন পাপন
Vinkmag ad

জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে জিতেছে বাংলাদেশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন তাই টিকে রইলো টাইগারদের। তবে এমন জয়েও সন্তুষ্ট নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বরং যে দম বন্ধ করা ম্যাচ হয়েছে তাতে একটু উনিশ-বিশ হলে জ্ঞান হারাতেন।

ব্রিজবেনের গ্যাবায় আগে ব্যাট করে বাংলাদেশ করে ১৫০ রান। জবাবে জিম্বাবুয়ে থামে ১৪৭ রানে। যেখানে শেষ ওভারে ছিল নাটকীয়তার উপকরণ। উইকেট হারানো, ছক্কা, নো বলে নখ কামড়ানো কান্ড!

ম্যাচ শেষে পাপন সাংবাদিকদের বলেন, ‘যেহেতু টুর্নামেন্ট চলছে, নির্দিষ্ট করে কিছু বলব না। খালি একটা কথাই বলব- এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই! টু মাচ! আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।’

দলের পারফরম্যান্স নিয়ে বিসিবি সভাপতি যোগ করেন, ‘জিতলে তো ভালো লাগে। কিন্তু যে অবস্থা… টি-টোয়েন্টিতে আমরা এমন অনেকগুলো ম্যাচ হেরেছি। শেষ ৩ ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি এমন বলার প্রশ্ন ওঠে না। মানে খুবই খারাপ অবস্থা।’

‘আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। যেকোনো দল এই ম্যাচ আরও বড় ব্যবধানে জিতত। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।’

এদিকে বল হাতে তাসকিন আছেন দুর্দান্ত ছন্দে। নেদারল্যান্ডসের বিপক্ষে নেন ৪ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১। আর আজ নিলেন ৩ উইকেট। বাংলাদেশের জেতা দুই ম্যাচেই হলেন ম্যাচ সেরা।

তবে আশার ব্যাপার পথ খুঁজে পাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের ম্যাচগুলোতে যার ছাপ স্পষ্ট। আজ যেমন ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় নিলেন ২ উইকেট। বিশেষ করে ডেথ ওভারে ছিলেন দুর্দান্ত।

দুজনকে নিয়ে পাপনের মূল্যায়ন, ‘অসাধারণ। তাসকিনকে আমরা মূল বোলার বলি। কিন্তু গত কয়েক ম্যাচ ধরে মুস্তাফিজ যে কামব্যাক করেছে, খুবই ভালো বল করছে।’

৯৭ প্রতিবেদক

Read Previous

শেষ ওভারের চ্যালেঞ্জ জয়ে মোসাদ্দেকের যে মন্ত্র

Read Next

অবশেষে জয়ের দেখা পেলো পাকিস্তান

Total
1
Share