‘দূরের পথ’ সেমিফাইনাল, চিন্তা করতে চান না শান্ত

'দূরের পথ' সেমিফাইনাল, চিন্তা করতে চান না শান্ত
Vinkmag ad

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে চলমান আসরের আগে সবকটি আসর মিলে মূল পর্বে বাংলাদেশ দলের জয়ের সংখ্যা ছিলো মাত্র ১ টি। সেটিও ২০০৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৫ বছর পর এবারে বাংলাদেশ ইতোমধ্যে জিতেছে ২ টি ম্যাচ।

নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পর জিম্বাবুয়েকেও হারিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে বাংলাদেশ দলের বাকি এখনো ২ টি ম্যাচ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুইটি জিতলে সেমিফাইনালে পৌঁছে যেতে পারে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ ওপেনার নাজমুল হোসেন শান্ত বলছেন জিম্বাবুয়ের বিপক্ষে জয় তাদের পরবর্তী ম্যাচ দুইটির আগে আত্মবিশ্বাস বাড়াবে। এই জয়ে পাওয়া আত্মবিশ্বাস সাথে করেই বাকি থাকা ম্যাচে ভুল কমানোর মিশন নিয়ে নামবে বাংলাদেশ।

শান্ত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ম্যাচ জিতলে তো অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে, দলের মধ্যে পরিবেশ তো আগে থেকেই ভালো। এই ম্যাচ জেতার ফলে আমার মনে সামনের ম্যাচে ঐ আত্মবিশ্বাস নিয়ে আমরা যাইতে পারবো। কিছু জায়গায় আমাদের উন্নতির জায়গা আছে। সামনের ম্যাচে সেসব ভুল যেনো কম হয় আর আত্মবিশ্বাস নিয়েই আমরা যাবো ইন শা আল্লাহ।’

তবে সেমিফাইনালে খেলার স্বপ্ন এখনো দেখছেন না শান্ত। তার মতে ম্যাচ বাই ম্যাচ যাওয়াই উত্তম।

‘এতো দূরে (সেমিফাইনাল খেলা) আসলে চিন্তা করতেই চাইনা। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। তো ঐটাই চিন্তা আছে যে পরবর্তী ম্যাচ আমরা কতটা ভালো খেলতে পারি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

‘স্পেশাল’ ইনিংস খেলে শান্ত বলছেন একদম চাপে ছিলেন না

Read Next

শেষ ওভারের চ্যালেঞ্জ জয়ে মোসাদ্দেকের যে মন্ত্র

Total
19
Share