

ত্রিদেশীয় সিরিজে ৩ ম্যাচ ব্যাট করে ৩৩, ১১, ১২। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১২ রান করার পর বিশ্বকাপের মূল মঞ্চে ২৫ ও ৯। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ওপেনার বনে যাওয়া নাজমুল হোসেন শান্ত শুরু পাচ্ছিলেন, তবে ইনিংস বড় হচ্ছিলো না।
ব্রিজবেনের দ্য গ্যাবায় সেই আক্ষেপ দূর হয়েছে। খেলেছেন ৫৫ বলে ৭ চার ও ১ ছয়ে ৭১ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা শান্ত’র প্রথম ফিফটি, ক্যারিয়ার সেরা ইনিংস তো বটেই।
View this post on Instagram
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শান্ত জানালেন এই ইনিংস তার কাছে স্পেশাল। ইনিংস বড় করতে না পারার আক্ষেপ মেটাতে পেরেই খুশি এই বাঁহাতি ব্যাটার।
শান্ত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমার জন্য একটু স্পেশাল, এটা আমার প্রথম পঞ্চাশ ছিলো। যে জিনিসটা ছিলো যে কয়েকটা ইনিংসে শুরু হচ্ছিলো, তবে বড় করতে পারছিলাম না। আজ যেটা ছিলো ঐ কমিটমেন্টটা ছিলো আমার মধ্যে যে আমি যদি সেট হয়ে যাই তাহলে যতো বড় করা যায়। সেটা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।’
ইনিংস বড় করতে না পারার কারণে কোন চাপ কি ছিলো সমালোচকদের আতশ কাচের নিচে থাকা শান্ত’র? শান্ত অবশ্য বলছেন কোনরূপ চাপই ছিলো না তার। সবাইকে পাশে পেয়েছেন বলেই চাপ ছিলো না তার। চাপ ছিলো না বলেই নতুন কিছু করার চেষ্টা করেননি, মাথায় ছিলো কেবল ইনিংস লম্বা করার ভাবনা।
শান্ত বলেন, ‘না, আমি অনেক চাপে ছিলাম এটা বললে ভুল হবে। আমি চাপে ছিলাম না কারণ, টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, সিনিয়র সবাই পাশে ছিলো। সবাইই সাপোর্ট করছিলো। তো ওরকম যে চাপে ছিলাম তা না।’
‘আমার ইনিংসে নতুন কিছুই করতে চাইনি। আগেও যেমনটা বলেছি যে শুরু হচ্ছিলো তবে ইনিংস লম্বা হচ্ছিলো না। এটাই মাথায় ছিলো যে যদি শুরু পাই তাহলে যেনো লম্বা করতে পারি।’