১ বলের ম্যাচ খেলার নতুন অভিজ্ঞতা যেমন ছিল শান্তদের

১ বলের ম্যাচ খেলার নতুন অভিজ্ঞতা যেমন ছিল শান্তদের
Vinkmag ad

শেষ বলে জিততে জিম্বাবুয়ের দরকার ৫ রান। ছক্কা হলে তো জয় হতোই, চার হলেও সুপার ওভার অব্দি ম্যাচ নিয়ে যেতে পারতো জিম্বাবুয়ে। মোসাদ্দেক হোসেন সৈকতের করা বৈধ বলে ব্যাট চালিয়েও বলের সাথে লাগাতে পারেননি ব্লেসিং মুজারাবানি।

বল তালুবন্দি করে স্টাম্পিং করেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ দল তখন উদযাপন শুরু করেছে। অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হলেও দুই দলের ক্রিকেটাররা মাঠ ছাড়ে।

টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্প পার হবার আগেই বল তালুবন্দি করেন সোহান। সঙ্গত কারণেই আম্পায়ার নট আউটের সংকেত দেন, সাথে বলটি হয় নো। ফ্রি হিট পান মুজারাবানি।

মাঠ ছাড়া ক্রিকেটাররা আবার ফেরেন মাঠে, ১ বলের ম্যাচ খেলতে! যেখানে জিম্বাবুয়ের দরকার ৪ রান। যদিও শেষ বলেও ব্যাট লাগাতে পারেননি মুজারাবানি। এবার আর ভুল করেননি সোহান। বল ধরেন স্টাম অতিক্রম করার পরেই।

ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ম্যাচে ৫৫ বলে ৭১ রান করা নাজমুল হোসেন শান্তকে জিজ্ঞাসা করা হয় এমন অদ্ভুতুড়ে ঘটনার স্বাক্ষী আগে হয়েছেন কিনা।

উত্তরে শান্ত বলেন, ‘না, আমি কখনো দেখিনি, আমার জন্য একদম নতুন। এবং আমার মনে হয় আমাদের দলের সবার জন্যই একদম নতুন। তো নতুন একটা অভিজ্ঞতা। দিনশেষে ফলটা আমাদের দিকে এসেছে, এটা বড় কথা। সুতরাং আলহামদুলিল্লাহ।’

৯৭ প্রতিবেদক

Read Previous

রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

Read Next

‘স্পেশাল’ ইনিংস খেলে শান্ত বলছেন একদম চাপে ছিলেন না

Total
1
Share