

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) সিলেকশন প্যানেল অস্ত্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে। স্বাগতিক অজিদের বিপক্ষে ২ টি ম্যাচ খেলবে উইন্ডিজরা। এই সিরিজের জন্য প্রথমবারের মতো ডাক পেয়েছেন ত্যাগনারায়ন চন্দরপল।
৩০ নভেম্বর পার্থে শুরু হবে ২ ম্যাচের ১ম টি, অ্যাডিলেড ওভালে শেষ টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ন চন্দরুপলের পুত্র বাঁহাতি ওপেনার ত্যাগনারায়ন চন্দরপল প্রথমবারের মত সুযোগ পেয়েছেন।
দুই অভিজ্ঞ ক্রিকেটার অলরাউন্ডার রস্টন চেজ ও মিডল অর্ডার ব্যাটার শামার ব্রুকস দলে ফিরেছেন।
???? West Indies name Test squad for tour of Australia
☑️ Tagenarine Chanderpaul earns first call-up
☑️ Recalls for Brooks and Chasehttps://t.co/A6o4GG9801 pic.twitter.com/eCU6rt1bqV
— Windies Cricket (@windiescricket) October 29, 2022
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড ১০ নভেম্বর পৌছাবে অস্ট্রেলিয়াতে। ১ম টেস্টের আগে ক্যানবেরায় তারা খেলবে প্রস্তুতি ম্যাচ।
এই সিরিজের নাম ফ্র্যাংক বোরেল ট্রফি এবং তা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড-
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, শামার ব্রুকস, ত্যাগনারায়ন চন্দরপল, রস্টন চেজ, জশুয়া ডা সিলভা, জেসন হোল্ডার, আলঝারি জোসেফ, কাইল মায়ের্স, অ্যান্ডারসন ফিলিপ, রেইমন রেইফার, কেমার রোচ, জেইডেন সিলস ও ডেভন থমাস।
টেস্ট সিরিজের সূচি-
৩০ নভেম্বর-৪ ডিসেম্বর- ১ম টেস্ট, পার্থ স্টেডিয়াম, পার্থ
৮-১২ ডিসেম্বর- ২য় টেস্ট, অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড (দিবারাত্রি)।