

দীর্ঘ ১৫ বছর পর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয় পেয়েছে বাংলাদেশ দল। ২৪ অক্টোবর হোবার্টে নেদারল্যান্ডসকে সুপার টুয়েলভের ম্যাচে ৯ উইকেটে হারায় সাকিব আল হাসানের দল। যেখানে বাংলাদেশের পথের কাটা হয়েছিলেন কলিন অ্যাকারম্যান।
বল হাতে ১ ওভারে ৪ রান হজম করে উইকেট না পাওয়া অ্যাকারম্যান ব্যাট হাতে করেন ৬২ রান। ৪৮ বল স্থায়ী ইনিংসে হাঁকান ৬ চার ও ২ ছক্কা। দীর্ঘক্ষণ বাংলাদেশের জয়ের পথে বাঁধা হয়েছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার আসছেন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) খেলতে। অ্যাকারম্যানের বিপিএল অভিষেক হবে বিপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের জার্সি গায়ে।
কলিন অ্যাকারম্যানকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট স্ট্রাইকার্স লিখেছে, ‘We are glad to welcome the South Africa born Dutch Allrounder Colin Ackermann to Sylhet Strikers family.
Starting his playing career in South Africa, he took advantage of his EU passport to play in county cricket eventually playing for Netherlands.
He is currently playing in the T20 World Cup for Netherlands and scored a brilliant 62 of 48 balls against Bangladesh.’
দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কলিন অ্যাকারম্যান খেলেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। পরে ইউরোপিয়ান পাসপোর্টের সাহায্য নিয়ে খেলেন কাউন্টিতে। শেষমেশ খেলা শুরু করেন নেদারল্যান্ডসের হয়ে।
ডাচদের পক্ষে ৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলেছেন অ্যাকারম্যান। রান করেছেন ৯৬ ও ৩৯৬। উইকেট নিয়েছেন ২ ও ৭ টি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৫৮ ম্যাচ খেলে করেছেন ৩৫৭৪ রান, উইকেট নিয়েছেন ৭৪ টি।
বিপিএলের আসন্ন আসরে সিলেট স্ট্রাইকার্সের আইকন ও অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মর্তুজা।
এছাড়া আরও চার বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা করেছে দলটি। পাকিস্তানের মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা খেলবেন সিলেট স্ট্রাইকার্সের পক্ষে।