

অস্ট্রেলিয়ার বিশ্বকাপে এশিয়ানদের সুপার সানডে! কল্পনা করুন, বাংলাদেশ জিম্বাবুয়েকে হারায়, পাকিস্তান নেদারল্যান্ডকে হারায় এবং ভারত দক্ষিণ আফ্রিকাকে হারায়; এশিয়ার ক্রিকেটপ্রেমীদের কাছে এর থেকে আনন্দের আর কি হতে পারে।
আগামীকাল রবিবার (৩০শে অক্টোবর) মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৩টি ম্যাচ। সুপার টুয়েলভের ‘বি’ গ্রুপের পরপর তিন ম্যাচেই খেলবে এশিয়ার তিন দল- বাংলাদেশ, পাকিস্তান ও ভারত।
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৯টায় ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ লড়াইয়ে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১টায় পার্থে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান।
পার্থের রাতের ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টায় ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানদের। বিপরীতে টানা দুই ম্যাচে হার দেখা পাকিস্তান নেদারল্যান্ডসকে হারিয়ে খুলতে চাইবে পয়েন্টের খাতা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে শীর্ষস্থান আরও শক্ত করতে প্রস্তুত রোহিত-কোহলিরা।