অস্ট্রেলিয়া যখন জিম্বাবুয়ে বধে বাংলাদেশের অনুপ্রেরণা

তাসকিন উদাহরণ তৈরি করেছে, পেস আক্রমণ নিয়ে গর্বিত সাকিব
Vinkmag ad

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটিকে পাখির চোখ করেছিল। কিন্তু টুর্নামেন্টে জিম্বাবুয়ের দুর্দান্ত পারফরম্যান্সের সাথে বাংলাদেশের হতশ্রী অবস্থা এই ম্যাচকেও কঠিন হিসেবে ভাবাচ্ছে। যদিও টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম অস্ট্রেলিয়ার কাছ থেকে নিচ্ছেন অনুপ্রেরণা।

প্রথম পর্ব খেলতে হয়েছে জিম্বাবুয়েকে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নিশ্চিত করে সুপার টুয়েলভ। যেখানে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত হার থেকে রক্ষা পায় বৃষ্টির কারণে। দ্বিতীয় ম্যাচে অবশ্য রোমাঞ্চ উপহার দিয়ে ১ রানের জয় পায় পাকিস্তানের বিপক্ষে।

এদিকে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে বেশ বাজেভাবে। যে কারণে নিজেদের খুব পরিচিত প্রতিপক্ষ হলেও আগামীকাল (৩০ অক্টোবর) ব্রিজবেনের গ্যাবায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে খানিক পিছিয়ে টাইগাররা।

কিন্তু শ্রীধরন এ ক্ষেত্রে অনুপ্রানিত স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছ থেকে। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে তারা নিউজিল্যান্ডের কাছে হারে ৮৯ রানের বড় ব্যবধানে। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয় বড় জয়ে।

শ্রীরাম যেমনটা বলছিলেন, ‘অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কাছে হেরেছে, কিন্তু পরের ম্যাচেই তারা শ্রীলঙ্কাকে হারালো। এর বেশি আপনি কি চান? এই উদাহরণটা আমরা নিতে পারি। আমি মনে করি এ ধরনের টুর্নামেন্টে আবেগের কোনো জায়গা নেই।’

‘একটা খারাপ দিন পেছনে ফেলে আপনি দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারেন। এটা ছেলেরাও ভালো করে জানে। আমরা যতটা সম্ভব সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আমি মনে করি আমরা পরের ম্যাচের জন্য প্রস্তুত।’

এখনো পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯ বার মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। বাংলাদেশের ১২ জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় ৭ টি। তবে ভাবার বিষয় হল সর্বশেষ ৫ দেখায় ৩ বারই জিতেছে জিম্বাবুয়ে। যদিও শ্রীরামের বিশ্বাস চেনা প্রতিপক্ষের জন্য প্রস্তুত তার দল।

তিনি বলেন, ‘ছেলেরা ভালোভাবে প্রস্তুত। তারা তাদের প্রতিপক্ষকে বেশ ভালোভাবে চেনে, জানে। আমরা আমাদের হোমওয়ার্কটা ঠিক-ঠাকই করছি।’

এদিকে গ্যাবার উইকেটে রান দেখছেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট। তার মতে শুরু মুভমেন্ট কাটানো গেলে ১৬০-৭০ রান অনায়েসেই করা সম্ভব।

‘উইকেট দেখে গ্যাবার প্রচলিত উইকেটই মনে হয়েছে। এখানে খুব ভালো গতি, বাউন্স থাকবে। সম্ভবত শুরুতে হাল্কা মুভমেন্ট পাওয়া যাবে তবে সর্বোপরি ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট হবে, আউটফিল্ডও দ্রুত। এখানে শটের বাড়তি মূল্য বুঝা যাবে। আশা করছি ভালো ম্যাচ হবে, ১৬০-৭০ রানের ম্যাচ।’

৯৭ প্রতিবেদক

Read Previous

সাকিবকে দুর্ভাগা বলছেন শ্রীধরন শ্রীরাম

Read Next

বিশ্বকাপে এশিয়ানদের সুপার সানডে; মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান-ভারত

Total
1
Share