ভারতে ইনিংস ব্যবধানে জিতলো মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ

ভারতে ইনিংস ব্যবধানে জিতলো মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ
Vinkmag ad

জয়ের উপলক্ষ্যটা তৃতীয় দিনই তৈরি করে রেখেছিল বাংলাদেশ একাদশ। আজ শেষদিনে তামিলনাড়ু একাদশকে দ্বিতীয় ইনিংসে ২৫২ রানে গুটিয়ে দিয়ে নিশ্চিত করেছে ইনিংস ও ৪ রানের জয়।

তামিলানাড়ু সফরে চার দিনের দুই ম্যাচ সিরিজে মোহাম্মদ মিঠুনের দল এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ম্যাচ অনুষ্ঠিত হয়েছে চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

প্রথম ইনিংসে অধিনায়ক মিঠুনের অপরাজিত ১৫৬ ও সাদমান ইসলামের ৮৯ রানে ৯ উইকেটে ৩৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯৩ রানে অলআউট তামিলনাড়ু। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসেও ৯৮ রানে হারায় ৬ উইকেট।

তবে সেখান থেকে আদিত্য গণেশের ব্যাটে ৬ উইকেটে ১৩৩ রানে তৃতীয় দিন শেষ করে তামিলনাড়ু। আদিত্য ৪১ ও ৯ রানে অপরাজিত ছিলেন অজিত রাম। ইনিংস হার এড়াতে হাতে ৪ উইকেট নিয়ে শেষদিনে তাদের প্রয়োজন ছিল ১২৩ রান।

তবে আজ গণেশ নামের পাশে আরও ৭ রান যোগ করেই ফেরেন। তিনি ফিফটি মিস করলেও অজিত রাম ও অশ্বিন ক্রিস্ট ৮ম উইকেটে শতরানের জুটিতে ইনিংস হার প্রায় এড়িয়েই ফেলছিলেন। দুজনে পেয়েছেন ফিফটিও। তবে ১ রানের ব্যবধানে দুজনেই ফিরে গেলে ২৫২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

অজিত ১৫৩ বলে ২ চারে ৫৫ রান করেন। অন্যদিকে ৯২ বলে ৬ চার ১ ছক্কায় সর্বোচ্চ ব্যক্তিগত ৫৭ অশ্বিনের ব্যাটে।

বাংলাদেশকে ইনিংস ও ৪ রানে জয় এনে দেওয়ার পথে বাহাঁতি স্পিনার তাইজুল নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া পেসার রেজাউর রহমান রাজার শিকার ২ টি।।

৯৭ প্রতিবেদক

Read Previous

মেলবোর্নে আবহাওয়ার আরও একটি জয়

Read Next

এবারের বিশ্বকাপ যখন রূপ নিয়েছে বৃষ্টি কাপে!

Total
10
Share