মেলবোর্নে আবহাওয়ার আরও একটি জয়

মেলবোর্নে আবহাওয়ার আরও একটি জয়
Vinkmag ad

আবহাওয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আরেকটি জয় পেয়েছে। টানা বৃষ্টির পর আম্পায়াররা এমসিজির আউটফিল্ডটিকে অনিরাপদ বলে মনে করেছেন এবং অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটিও চলে যায় পরিত্যক্তের খাতায়।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড যেন আজ হতাশার একটি ভিজে যাওয়া টুকরো। বিশ্বকাপে অ্যাশেজ সংঘর্ষটির স্বাদ নিতে পারেননি দর্শকরা। টস কিংবা কোনো বল মাঠে গড়ানো ছাড়াই বৃষ্টির কারণে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়েছে। চলতি বিশ্বকাপে এ নিয়ে বৃষ্টিতে ভেসে গেল টুয়েলভের মোট ৪টি ম্যাচ।

টস করতেই মাঠে নামতে পারেননি দুই দলের অধিনায়ক। মেলবোর্নের স্থানীয় সময় রাত ৮টা ৪৮ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা।

এমসিজিতে আজকের দিনের আগের ম্যাচও বৃষ্টির কারণে হয়েছে পণ্ড, আফগানিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগ করে আয়ারল্যান্ড। 

চলতি বিশ্বকাপ আসরের সুপার টুয়েলভে এ নিয়ে চারটি ওয়াশআউট হল। প্রথমটির সাক্ষী হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। দ্বিতীয়টির আফগানিস্তান-নিউজিল্যান্ড। তৃতীয়টিতেও আফগানিস্তান দেখল বেরসিক বৃষ্টির কাণ্ড। এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচও গড়ায়নি মাঠে।

তিনটি করে ম্যাচ খেলে সমান তিন পয়েন্ট নিয়ে ইংল্যান্ড গ্রুপের দুই নম্বরে। রান রেটে পিছিয়ে থাকার কারণে অস্ট্রেলিয়ার জায়গা হল চারে। অস্ট্রেলিয়ার বাকি দুই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড (৩১ অক্টোবর) ও আফগানিস্তান (৪ নভেম্বর)।

৯৭ ডেস্ক

Read Previous

আফগানিস্তানের টানা দুই ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে

Read Next

ভারতে ইনিংস ব্যবধানে জিতলো মিঠুনের নেতৃত্বাধীন বাংলাদেশ

Total
11
Share