

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস কিংবা কোনো বল মাঠে গড়ানো ছাড়াই বৃষ্টির কারণে আফগানিস্তান-আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। চলতি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বৃষ্টিতে ভেসে গেল আফগানিস্তানের ম্যাচ। ফলে আফগানরা রয়ে গেল পয়েন্ট টেবিলের তলানিতে, বিপরীতে দুই নম্বরে আইরিশদের অবস্থান।
এমসিজিতে আগের ম্যাচেও বৃষ্টির সাহায্য নিয়ে আয়ারল্যান্ড গড়ে ইতিহাস। ইংল্যান্ডকে হারিয়ে দেওয়া দলটি এবার আফগানিস্তানের সঙ্গে করল পয়েন্ট ভাগ।
টস করতেই মাঠে নামতে পারেননি দুই দলের অধিনায়ক। মেলবোর্নের স্থানীয় সময় বিকাল ৪টা ৩৩ মিনিটে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন আম্পায়াররা।
???? Not Good News from @MCG! ☹️
Our @T20WorldCup game against @cricketireland has been abandoned due to persistent rain in Melbourne. ????️
We take on @OfficialSLC on Tuesday in Brisbane!#AfghanAtalan | #T20WorldCup2022 | #SuperCola | #AFGvIRE pic.twitter.com/aRdDruwWWs
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 28, 2022
একই মাঠে বাংলাদেশ সময় বেলা দুইটায় লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।
আফগানিস্তান তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল। এরপর টানা দুই ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। ফলে দুই পরিত্যক্ত ম্যাচ থেকে ১, ১ পয়েন্ট সংগ্রহ করে রাশিদ খানদের অবস্থান এখন ‘এ’ গ্রুপের তলানিতে। বিপরীতে আয়ারল্যান্ড তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে জায়গা করে নিল সেরা দুইয়ে।
চলতি বিশ্বকাপ আসরের সুপার টুয়েলভে এ নিয়ে তিনটি ওয়াশআউট হল। প্রথমটির সাক্ষী হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। দ্বিতীয়টির আফগানিস্তান-নিউজিল্যান্ড। তৃতীয়টিতেও আফগানিস্তান দেখল বেরসিক বৃষ্টির কাণ্ড।