

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম সরব ফেইক মিস্টার বিন ইস্যুতে। যার রেশ আছে পার্থে রোমাঞ্চকর ম্যাচ শেষেও। যেখানে জড়িয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানও।
পাকিস্তানের জনপ্রিয় কমেডিয়ান আসিফ মুহাম্মদ মূলত মিস্টার বিনের অনুকরণ করে থাকেন। ২০১৬ সালে তিনি জিম্বাবুয়েতে যেয়ে পারফর্মও করেন।
He even had the luxury of a police escort. pic.twitter.com/3IveDi6ANb
— ApexNewsZim (@ApexNewsZim) February 3, 2021
তাকে নিয়ে পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের আগে-পরে চলেছে হাস্যরস। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল ফেইক মিস্টার বিন।
Blimey. I didn’t realise Pakistan vs Zimbabwe was a grudge match and for good reason pic.twitter.com/wtllENSZnl
— Nooruddean (@BeardedGenius) October 26, 2022
পাকিস্তানের বিপক্ষে ১ রানের জয়ের পর জিম্বাবুয়ের প্রেসিডেন্ট টুইটারে লেখেন, ‘জিম্বাবুয়ের পক্ষে কি দারুণ এক জয়! অভিনন্দন। পরবর্তী সময়ে আসল মিস্টার বিনকে পাঠাবেন!’
সেই টুইট রিটুইট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেখেন, ‘আমাদের হয়তো আসল মিস্টার বিন নেই, তবে আসল ক্রিকেটিং স্পিরিট আছে। পাকিস্তানিদের আছে ঘুরে দাঁড়ানোর অভ্যাস। মিস্টার প্রেসিডেন্ট অভিনন্দন। তোমাদের দল আজ খুবই ভালো খেলেছে।’
We may not have the real Mr Bean, but we have real cricketing spirit .. and we Pakistanis have a funny habit of bouncing back 🙂
Mr President: Congratulations. Your team played really well today. ???? https://t.co/oKhzEvU972
— Shehbaz Sharif (@CMShehbaz) October 27, 2022