রমিজ রাজা ও ওয়াসিমকে একহাত নিলেন আমির

রমিজ রাজা ও ওয়াসিমকে একহাত নিলেন আমির
Vinkmag ad

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ সেমিফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ায় চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ পাকিস্তানের সেমিফাইনালে যাবার রাস্তা কার্যত কঠিনতর হয়ে পড়েছে। এতে সমালোচনার শিকার হচ্ছে দল, টিপ্পনি কাটতে ছাড়েননি পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষেও হেরেছে। দুইটি ম্যাচই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হলেও শেষমেশ পেরে ওঠেনি পাকিস্তান। ভারতের বিপক্ষে ৪ উইকেটের পরাজয়ে বোলারদের ব্যর্থতা সামনে এসেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ১ রানের পরাজয়ে সামনে আসে ব্যাটারদের দৈন্যতা।

দুই হারের পর পাকিস্তানকে এখন সেমিফাইনালে যেতে হলে কেবল নিজেদের বাকি থাকা ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকেও।

এমতাবস্থায় সমালোচনায় মেতেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। নিজের টুইটারে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা ও প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে একহাত নেন তিনি।

তিনি লেখেন, ‘প্রথম দিন থেকেই আমি বলছি যে এটা খারাপ দল নির্বাচন। এখন এর দায় কে নেবে? আমার মতে এখন পিসিবির তথাকথিত চেয়ারম্যান থেকে আমাদের মুক্ত হতে হবে যে পিসিবির খোদা হয়ে বসে আছে। এবং তথাকথিত প্রধান নির্বাচক থেকেও মুক্ত হওয়া দরকার।’

৯৭ ডেস্ক

Read Previous

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ম্যাথু ওয়েড কোভিড পজিটিভ

Read Next

ফর্মের তুঙ্গে থেকে বিপিএল মাতাতে আসছেন সিকান্দার রাজা

Total
1
Share