শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে
Vinkmag ad

গতকালই আয়ারল্যান্ডের সাথে পেরে ওঠেনি ইংল্যান্ড। আর আজ পাকিস্তানকে হারিয়ে দিলো জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়ায় চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ কার্যত নেই কোন বড় দল, ছোট দলের পার্থক্য। 

পার্থে আজ মাত্র ১৩০ রানের পুজি নিয়েও পাকিস্তানকে রোমাঞ্চকর ম্যাচে হারিয়েছে জিম্বাবুয়ে। শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে পাকিস্তান থেমেছে ৮ উইকেটে ১২৯ রানে। 

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

এদিন টসে জিতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন ও ওয়েসলি মাধেভেরের উদ্বোধনী জুটি থেকে আসে ৪২ রান। ১৯ বলে ১৯ রান করা আরভিনকে হারিস রউফ ফেরালে ভাঞে ৫ ওভার স্থায়ী জটি।

১ বল বাদেই ১৩ বলে ১৭ রান করা ওয়েসলি মাধেভেরেকে ফেরান মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে।

৩ উইকেটে ৯৫ থেকে ৭ উইকেটে ৯৫ এর দলে পরিণত হয় তারা। শেষদিকে ব্রাড ইভান্সের ১৫ বলে ১৯ ও রায়ান বার্লের ১৫ বলে ১০* এ চড়ে ৮ উইকেটে ১৩০ এ থামে জিম্বাবুয়ে।

পাকিস্তানের পক্ষে ৪ ইকেট নেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ৩ উইকেট পান শাদাব খান। ১ টি শিকার হারিস রউফের।

জবাব দিতে নামা পাকিস্তান পাওয়ারপ্লের মধ্যেই বাবর আজম (৯ বলে ৪) ও মোহাম্মদ রিজওয়ানের (১৬ বলে ১৪) উইকেট হারায়।

ভারতের বিপক্ষে ম্যাচে ফিফটি করা ইফতিখার আহমেদ ফেরেন ১০ বলে ৫ রান করে।

৩৬ রানে ৩ উইকেট হারানোর পর পাকিস্তানকে এগিয়ে নিচ্ছিলেন শান মাসুদ ও শাদাব খান। এই দুজনের ৫২ রানের জুটি ভাঙে শাদাব খান সিকান্দার রাজার প্রথম শিকারে পরিণত হলে, ১৪ বলে ১৭ রান করেন শাদাব।

শাদাবকে ফেরানোর পরের বলেই হায়দার আলিকে ডাকের স্বাদ দেন সিকান্দার রাজা। পরে ফেরান ৩৮ বলে ৪৪ রান করা শান মাসুদকেও। পরে মোহাম্মদ নওয়াজ (১৮ বলে ২২), ওয়াসিম জুনিয়র (১৩ বলে ১২*) করলেও দলের জয় এড়াতে পারেননি।

শেষ বলে দরকার ছিল ৩ রান। শাহীন শাহ আফ্রিদি নিতে পারেননি ১ রানের বেশি।

২৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সিকান্দার রাজা।

৯৭ ডেস্ক

Read Previous

জাতীয় লিগে মামুনের ডাবল সেঞ্চুরির দিনে সেঞ্চুরি অমিতের

Read Next

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ম্যাথু ওয়েড কোভিড পজিটিভ

Total
7
Share