সেঞ্চুরি হাঁকাতে রুশোকে সাহায্য করেছে ‘বিপিএল’

রুশো লিটন
Vinkmag ad

রাইলি রুশো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সবচেয়ে সফল ব্যাটসম্যানদের একজন ছিলেন। রংপুর রাইডার্সের পর খুলনা টাইগার্সের জার্সিতে মাতিয়েছেন বিপিএল। মিরপুর কিংবা চট্টগ্রামে কত ম্যাচে ব্যাটে তুলেছেন ঝড়। এই রুশোই এবার বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়াদের জয়ের নায়ক। তাসকিন, মুস্তাফিজদের বিরুদ্ধে ভালো করার মূলমন্ত্র কি তাহলে রুশো বিপিএল থেকে নিয়েছেন?

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশি বোলারদের তুলোধোনা করে ৫৬ বলে ১০৯ রানের রাজসিক এক ইনিংস খেলেন রাইলি রুশো। ৭টি চার, ৮টি ছক্কায় সাজান এই ইনিংস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে শোনালেন তার এমন ইনিংসের পেছনের গল্প। কৃতিত্ব দিয়েছেন বিপিএলকে। বন্দনায় মেতেছেন, মুস্তাফিজ-তাসকিনের।

বিপিএলের এক মৌসুমে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছিলেন ৫০০ রানের মাইলফলক। টানা দুই আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে গড়েন অনন্য কীর্তি। বিপিএলের পঞ্চম আসরে রংপুর রাইডার্স ১৪ ম্যাচে করেছিলেন ৫৫৮ রান। এরপর খুলনার হয়ে খেলা এ ক্রিকেটার করলেন ৪৯৫ রান।

বিপিএল খেলার সুবাদে তাসকিন, ফিজদের বল খেলেছেন; এটা কি কোনোভাবে সাহায্য করেছে রুশোকে? এমন প্রশ্নের জবাবে রুশোর উত্তর,

‘আমি মনে করি অবশ্যই সাহায্য করে। আমি সেখানে ছিলাম তিন বছর, যদি আমার সঠিকভাবে মনে থাকে, এবং এর মধ্যে দুই আসরে আমি সর্বোচ্চ রান স্কোরার ছিলাম। আমি বাংলাদেশের অনেক ছেলের বিরুদ্ধে এবং তাদের অনেকের সাথে খেলেছি। আমি খুব বেশি অপরিচিত ছিলাম না। আমি বলব, হ্যাঁ, এটা অবশ্যই আজকের ম্যাচে আমাকে সাহায্য করেছে।’

বাংলাদেশের বোলিং কেমন ছিল? রুশোর মতে, তাসকিন টেম্বা বাভুমার বিপক্ষে শুরুটা করেছিলেন দারুণ। মুস্তাফিজ যে বিশ্বমানের তা পরিষ্কার করেই জানালেন, গণমাধ্যমের সামনে। 

রুশোর কথায়,

‘আমি ভেবেছিলাম নতুন বলে বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করছে। আমি মনে করি, তাসকিন প্রথম ওভারে বলটির শেপ ধরতে পেরেছিল। সে টেম্বার (টেম্বা বাভুমা) সামনে চমৎকার বোলিং করে। এবং মুস্তাফিজুর যখন আসে, ফিজ বিশ্বমানের, সে অবশ্যই আমাদের জন্য হুমকি বোলারদের একজন। যার বিরুদ্ধে আমাদের চেষ্টা করতে হবে এবং আমরা যেমনটি দেখছি তেমন খেলতে হবে।’

‘তারপরে আমি ভেবেছিলাম যে আমরা সত্যিই ভাল করেছি। বিশেষ করে মেহেদি এবং আফিফ যে স্পিন বোলিং করেছিলেন। আমরা সত্যিই দায়িত্ব নিয়েছিলাম, নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম এবং আমরা ভালো করেছি। ‘

৯৭ ডেস্ক

Read Previous

বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

Read Next

মিঠুনের সেঞ্চুরির পর রাজা-তাইজুলের তোপ, জয়ের পথে বাংলাদেশ

Total
3
Share