বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

বড় জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত
Vinkmag ad

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ আজ মোট ৩ টি ম্যাচ। যেখানে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ছিল ২ টি ম্যাচ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাত্তা পায়নি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে পাত্তা দেয়নি ভারত। ৫৬ রানের বড় জয়ে গ্রুপ ২ এ পয়েন্ট তালিকার শীর্ষে রোহিত শর্মার দল।

টসে জিতে এদিন আগে ব্যাট করে ভারত। শুরুটা হয় ধীর লয়ে। ১২ বলে ৯ রান করে আউট হন লোকেশ রাহুল। দলের ৫০ রান পূর্ণ হয় ৮.৩ ওভারে। তবে এরপর রানের গতি বাড়ায় ভারত। পরের ৫০ তুলতে খেলতে হয় ৪.৫ ওভার।

৩৯ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫৩ রান করে আউট হন রোহিত শর্মা। চারে নেমে রান তোলার গতি আরও বাড়ান সুরিয়াকুমার যাদব। যোগ্য সঙ্গ দেন তিনে নামা ভিরাট কোহলি।

দুজন মিলে ৮ ওভার একসঙ্গে ব্যাট করে করেন অবিচ্ছেদ্য ৯৫ রান। ৪৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৬২ রান করে অপরাজিত থাকেন ভিরাট কোহলি। ২৫ বলে ৭ চার ও ১ ছয়ে ৫১ রান করে অপরাজিত থাকেন সুরিয়াকুমার যাদব।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

জবাব দিতে নেমে ব্যাট হাতে সেভাবে সুবিধা করে উঠতে পারেনি নেদারল্যান্ডস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। হার্দিক পান্ডিয়া ছাড়া এদিন ভারতের হয়ে উইকেট পান বোলিং করা বাকি সবাইই।

২ টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং, আক্সার প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। ১ টি শিকার মোহাম্মদ শামির।

২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান করতে পারে ডাচরা। ভারত ম্যাচ জেতে ৫৬ রানে।

৯৭ ডেস্ক

Read Previous

রিভিউ দ্বিধায় হতাশায় পুড়ছেন সাকিব

Read Next

সেঞ্চুরি হাঁকাতে রুশোকে সাহায্য করেছে ‘বিপিএল’

Total
3
Share