

বোলিংয়ে দুই দফা রিভিউ নষ্ট করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে অনফিল্ড আম্পায়ার লেগ বিফোরের আউট দেওয়ার পর রিভিউ নিতে গিয়েও নেননি সাকিব। দর্শকদের অবাক করে সাকিব ফিরে যান প্যাভিলিয়নে, এরপর নিজে হয়ছেন হতাশ। ম্যাচ শেষে সাকিব জানালেন রিভিউ ইস্যুতে আদ্যপ্রান্ত।
আনরিখ নরকিয়ার লেগ স্ট্যাম্পের বাইরে পিচ আপ করা বলে এলবিডব্লিউ হয়েও সাকিব রিভিউ নিলেন না কেন?
রিভিউ নিয়েও আবার না করে দিয়েছে সাকিব নিজেই। দ্বিধায় ছিল নিবেন কি না। হাঁটা ধরলেন প্যাভিলিয়নের পথে। সাকিব যখন মাঠ ছেড়েছেন তখন দেখা গেল বল আউটসাইড লেগে পিচ করেছে। সাকিব দাঁড়িয়ে দেখে শুধুই হতাশ হয়েছেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বললেন তার আক্ষেপের কথা,
‘রিভিউ আমি নিয়েই নিয়েছিলাম। পরে আবার ওটা ক্যান্সেল করেছি। অবশ্যই, হতাশাজনক ব্যাপার। আমি একবার নিতে গিয়েও কিংবা নিয়ে ফেলেও আবার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। যখন দেখেছি পিচ আউটসাইড লেগ তখন অবশ্যই হতাশ হয়েছি।’
সাকিব যখন নরকিয়ার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন তখন বাংলাদেশের সংগ্রহ স্কোরবোর্ডে ৪৩/৩। রিভিউ নিলেই নিশ্চিতভাবে বেঁচে যেতেন সাকিব। রান সংখ্যাটা ১ থেকে নিয়ে যেতে পারতেন দুই অংকের ঘরে।