সাকিব জানালেন, রুশো অনেক বেশি হাংরি ছিল

সাকিব রুশো
Vinkmag ad

রাইলি রুশো নিজের দিনে প্রতিপক্ষের বোলিং লাইন-আপ ভেঙে দেয়ার সক্ষমতা রাখেন। আজ বাংলাদেশের বিপক্ষে এমনটা করেছেনও। তাসকিন, মুস্তাফিজদের বিরুদ্ধে ভালো করার মূলমন্ত্র কি রুশো বিপিএল থেকে পেয়েছেন? সাকিব জানালেন রুশো অনেক বেশি হাংরি ছিল।

রুশোর ইনিংসটাকে কিভাবে দেখছেন সাকিব? বিপিএলে খেলার ফলে কি বাংলাদেশি বোলারদের চেনা হয়ে গেছে? এমন প্রশ্নের জবাবে সাকিবের উত্তর,

‘অবশ্যই থাকতে পারে, অস্বাভাবিক কিছুই না। ভালো করতেই পারে, ওর অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারে। এটা আসলে ওই (রাইলি রুশো) ভালো বলতে পারবে কিভাবে ভালো করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে ও অনেক হাংরি ছিল ভালো করার জন্য, অনেকদিন পরে এসেছে,  তাই অনেক কিছু আছে প্রমাণ করার। দেশের জন্য যেভাবে খেলেছে তার ওর সেলিব্রেশন দেখেই বুঝা গেছে। যেভাবে ও ব্যাটিং করেছে ক্রেডিট অবশ্যই দিতে হবে, আমাদের কোনো সুযোগই দেয়নি। মেবি একটা হাফ চান্স মত ছিল তখন তার রান মেবি ৮০-৯০ মত হবে।”

সাকিব নিজের বোলিং নিয়ে চিন্তিত না,

‘আমার কাছে মনে হয়না আমি খুব বেশি খারাপ বোলিং করেছি, রাইলি রুশো ছাড়া আর কোনো ব্যাটসম্যানই কিন্তু বাউন্ডারি মারতে পারেনি। আর রুশো আজ যেভাবে বোলিং করেছে সো আমাদের একজন বোলারকেও আমার কাছে মনে হয় না ফেস করতে কঠিন হয়েছে তার। সো আমি বোলিং নিয়ে চিন্তিত না।’

৯৭ ডেস্ক

Read Previous

বারবার ইম্প্রুভমেন্টের কথা বলতে আমারও ভালো লাগছে না: সাকিব

Read Next

রিভিউ দ্বিধায় হতাশায় পুড়ছেন সাকিব

Total
1
Share