
ওপেনার শান্ত-সৌম্য আজ প্রথম দুই ওভার যেভাবে ব্যাটিং করেছে তা দেখেই স্বাভাবিকভাবেই ম্যাচের একটা ভালো ফলের আশা করেছে সবাই। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটই যে এমন। অধিনায়ক সাকিবের মতে, রুশো-ককের জুটিতে ম্যাচে পিছিয়ে যায় বাংলাদেশ।
প্রোটিয়াদের বিপক্ষে হারের পর সাকিব উদাহরণ হিসেবে টেনে আনলেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচকে। সেই ম্যাচেও নিউজিল্যান্ডের করা ২০০ রান টপকাতে যেয়ে অজিরা গুটিয়ে যায় ১১১তে।
কিন্তু ভক্ত-সমর্থকদের মতো সাকিবও ব্যাটিংয়ের প্রথম দুই ওভার দেখে ভালো কিছুর আশা দেখছিলেন। হয়নি, তাই মেনে নেওয়াটাই স্বাভাবিক।
‘প্রথম দুই ওভারে আমরা যেভাবে শুরু করেছি আমি সিউর প্রথম দুই ওভার দেখার পর মনে করেছে, না তাও কিছু একটা হতে পারে।
আমাদের এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট করতে হবে। যদিও বারবার এই ইম্প্রুভ করার কথা বলতে আমারও ভালো লাগে না।
টি-টোয়েন্টি ম্যাচই আসলে এমন। আপনি যদি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ম্যাচ টা দেখেন। সেখানেও কিন্তু একই অবস্থা হয়েছে।’
বোলিং পারফর্মেন্স নিয়ে কথা বলতে গিয়ে সাকিব জানালেন কক-রুশোর জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। যেভাবে বোলিংয়ের প্ল্যান করেছিল দল সেভাবে হয়নি,
‘আজকে যদি বোলিং ডিপার্টমেন্টের কথা বলি আমরা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে হয়নি। আসলে এরকম পরিস্থিতি হলে রিকভার করার খুব একটা সুযোগ থাকে না। আমরাও প্রস্তুত ছিলাম না। প্রথম ওভারে উইকেট পাওয়ার পর ১৪ ওভার কোনো উইকেট পায়নি। এখান থেকেই আমরা গেম থেকে পিছিয়ে গেছি।’