
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনোপ্রকার পাত্তাই পায়নি বাংলাদেশ। সিডনিতে লজ্জার হার দেখল সাকিব আল হাসানের দল। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব জানালেন দলের প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল না। কিন্তু এমন রান তাড়া করার অভিজ্ঞতা নেই বলেই বিশ্বাসে ঘাটতি ছিল ব্যাটারদের। সাকিবের মতে, দুই ইনিংসেরই শুরুর মোমেন্টাম ধরে রাখতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান কথা বললেন, আজকের ম্যাচ নিয়ে।
‘দেখুন হারলে তো খারাপ লাগবে স্বাভাবিক, আমাদের দুইদিন পর আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তাই আজকের ম্যাচ থেকে অভিজ্ঞতা নিয়ে আমাদের সামনের জন্য প্ল্যানিং করতে হবে। খেলাটা অনেক এক্সাইটিং, এন্টারটেইনিং; তাই এরকম পরিস্থিতি আপনাকে মেনে নিতে হবে। আমাদের সামনে আরও তিন ম্যাচ আছে, আশা করি সবাই ভালো করবে।’
অধিনায়ক সাকিব জানালেন দলের প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল না। কিন্তু এমন রান তাড়া করার অভিজ্ঞতা নেই বলেই বিশ্বাসে ঘাটতি ছিল ব্যাটারদের।
তবে সিডনির উইকেট যে ভালো ছিল এবং নিজেরা আরো ভালো ব্যাটিং করতে পারতেন; সাকিব তা স্বীকার করেছেন অকপটে,
‘আমাদের প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল। আমরা এক্সিকিউশনটা ঠিকভাবে করতে পারেনি। আমাদের আসলে বিশ্বাসে ঘাটতি থাকতে পারে, এইটা একটা কারণ। এরকম বড় রান তাড়া করে আমরা ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ম্যাচ জিতি না। এই একটা জায়গাতে মনে হয় আমাদের দুর্বলতা থাকতে পারে। এই জায়গা গুলোতে আমরা খুব একটা অভস্ত বলে মনে হয় না।’
‘এমন না যে আমরা এর আগে বড় স্কোর করিনি। আজকে সিডনির উইকেট ভালো ছিল। আমি আসলেই হতাশ, আমরা আরো ভালো ব্যাটিং করতে পারতাম। দুইশো রান চেজ করতে না পারলেও, একটা ভালো ব্যাটিং ডিসপ্লে শো করার সুযোগ ছিল।’
সাকিবের মতে দুই ইনিংসেরই প্রথম ওভারে বাংলাদেশ যেভাবে শুরু করেছে এই মোমেন্টাম ধরে রাখতে পারেনি। নাহলে ম্যাচের গল্পটা ভিন্ন হতে পারত,
‘আমরা দুই ইনিংসের প্রথম ওভার যেভাবে শুরু করেছি সেভাবে মোমেন্টাম রাখতে পারিনি। আজকে যদি দুই পার্ট চিন্তা করেন আমরা ব্যাটিংটা খুব খারাপ করেছি।’