সোহানের ভুলে বাংলাদেশের ‘৫ রান’ জরিমানা

সোহানের ভুলে বাংলাদেশের '৫ রান' জরিমানা
Vinkmag ad

এমনিতেই রাইলি রুশো ও কুইন্টন ডি কক মেতেছেন রান তোলার নেশায়। দুই ব্যাটারই ছক্কা বৃষতি নামিয়েছেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। তাদের দাপুটে ব্যাটিংয়ে যখন বাংলাদেশ বোলারদের অবস্থা নাজুক তখন উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের বাদন্যতায় অতিরিক্ত ৫ রান পেল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১১ তম ওভারের ঘটনা। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ঐ ওভারে হজম করেন ২১ রান। প্রথম ৩ বলে ৩ রান দিলেও পরের ৩ বলে হজম করেন ১৮ রান। ৪র্থ বলে রাইলি রুশো হাঁকান চার, পরের বলে ছক্কা। শেষ বল করেন নো, সেটাও বাউন্ডারির ওপর দিয়ে ছক্কা হাঁকান রুশো।

ফ্রি হিটে বাধে বিপত্তি। সাকিব বল ছোড়ার আগে নিজের অবস্থান পরিবর্তন করেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। যা নিয়ম বিরুদ্ধ।

সোহানের এই ভুল নিয়ে অনফিল্ড আম্পায়ার দয়কে আলোচনা করতে দেখা যায় দীর্ঘক্ষণ। পরে তারা সিদ্ধান্তে পৌছান, বাংলাদেশ দলকে ৫ রান জরিমানা করা হয়।

৯৭ প্রতিবেদক

Read Previous

সিডনিতে রুশো ঝড়ে ছেদ পড়লো বৃষ্টিতে

Read Next

রুশোর সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ছাড়িয়েছে ২০০

Total
1
Share