সিডনিতে রুশো ঝড়ে ছেদ পড়লো বৃষ্টিতে

সিডনিতে রুশো ঝড়ে ছেদ পড়লো বৃষ্টিতে
Vinkmag ad

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে বৃষ্টি চোখ রাঙালেও খেলা শুরু হয় ঠিক সময়েই। তবে ৫.৩ ওভার খেলার পর সিডনিতে বাগড়া বাধিয়েছে বৃষ্টি। 

শুরুর ওভারটা ভালোই করেন তাসকিন আহমেদ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই বলে উইকেট নেওয়া তাসকিন এদিন প্রথম ওভারে ২ রান হজম করে ফেরান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে। 

ইয়াসির আলি চৌধুরী রাব্বির পরিবর্তে একাদশে আসা মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারে দেন এক বাউন্ডারিতে (৪) ৮ রান।

তবে নিজের করা ২য় ওভারে দুই নো বল করা তাসকিন দেন ২১ রান!

মাঝে হাসান মাহমুদ এক ওভারে ১১ রান দিয়ে গেলেও মেহেদী হাসান মিরাজের এক ওভারে দুই ছক্কায় ১৬ রান নেন রাইলি রুশো।

১৭ বলে ৩৫* রান করা রাইলি রুশোর ঝড়ে ছেদ পড়ে বৃষ্টির কারণে। কম যাচ্ছিলেন না কুইন্টন ডি ককও। ১২ বলে তার রান ২১*।

 

View this post on Instagram

 

A post shared by cricket97 (@cricket97bd)

৯৭ ডেস্ক

Read Previous

আগে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

Read Next

সোহানের ভুলে বাংলাদেশের ‘৫ রান’ জরিমানা

Total
1
Share