

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
বাংলাদেশ ভেঙেছে উইনিং কম্বিনেশন। একাদশে এক পরিবর্তন। ইয়াসির আলি রাব্বির জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
বিপরীতে প্রোটিয়াদের ইলেভেনেও এসেছে বদল। লুুুঙ্গি এনগিডির জায়গায় একাদশে ঢুকলেন তাব্রাইজ শামসি।
বাংলাদেশ এর আগে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করে ৯ বার। যার একটিতেও জয় পায়নি বাংলাদেশ। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে হারতে হয়েছে ৬ উইকেটে।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
TEAM ANNOUNCEMENT 🚨
1⃣ Solitary change
➡️ Tabraiz Shamsi is brought in
⬅️ Lungi Ngidi misses out🇿🇦 Captain Temba Bavuma has won the toss and will bat first
🗒️ Ball by ball https://t.co/KNz7vLG39F
📺 SuperSport Grandstand 201#SAvBAN #T20WorldCup #BePartOfIt pic.twitter.com/PNtJHfK6nA— Proteas Men (@ProteasMenCSA) October 27, 2022
দক্ষিণ আফ্রিকা একাদশ:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, ওয়েইন পারনেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাব্রাইজ শামসি এবং ট্রিস্টান স্টাবস।