নিজেদের মূল অস্ত্র দিয়েই বাংলাদেশকে ঘায়েল করবে দক্ষিণ আফ্রিকা

নিজেদের মূল অস্ত্র দিয়েই বাংলাদেশকে ঘায়েল করবে দক্ষিণ আফ্রিকা
Vinkmag ad

দক্ষিণ আফ্রিকা মানেই চোখের সামনে ভাসে পেসারদের চোখ রাঙানি, প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার গুড়িয়ে দেওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকেও একই অস্ত্রে কাবু করতে চায় প্রোটিয়ারা। এমনটাই জানালেন দলটির পেসার লুঙ্গি এনগিডি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) আগামীকাল (২৭ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। আজ সংবাদ সম্মেলনে এনগিডি নিজেদের শক্তির জায়গা নিয়েই কথা বললেন।

তাদের পেস আক্রমণে যারা আছেন তারা যেকোনো ব্যাটিং অর্ডারকেই ধসিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। লুঙ্গি এনগিডি ছাড়াও যে লাইন আপে আছেন কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, ওয়াইন পারনেলরা।

বাংলাদেশ ম্যাচ সামনে রেখে এনগিডি বলেন, ‘আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। যে কয়টা ম্যাচ দেখেছি, পেসাররাই বেশি সফল ছিল। আমরাও আমাদের শক্তির জায়গা ধরে এগোব। বাংলাদেশের কথা বললে অবশ্যই আমরা আমাদের শক্তি জায়গা দিয়েই আক্রমণ করব।’

‘যেটি হলো পেস। নির্ভর করছে তারা কীভাবে এটি সামাল দেয়। আগামীকাল (বৃহস্পতিবার) এটি দেখব। মূলকথা, আমরা যে জায়গায় ভালো, সেটি নিয়েই এগোব।’

বাংলাদেশ এর আগে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করে ৯ বার। যার একটিতেও জয় পায়নি বাংলাদেশ। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপে হারতে হয়েছে ৬ উইকেটে।

তবে টাইগাররা আত্মবিশ্বাসী হতে পারে ওয়ানডে ফরম্যাট থেকে। চলতি বছর মার্চে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই ২-১ ব্যবধানে হারানোর নজির দেখায়।

সাম্প্রতিক এই পারফরম্যান্সই প্রোটিয়াদের খানিক ভাবাচ্ছে। বিশেষ করে যে মানসিকতায় বাংলাদেশ খেলেছে তা নিয়ে সতর্কও তারা।

এনগিডি যেমনটা বলছিলেন, ‘শেষবার যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তাদের ব্যাটসম্যানরা বেশ আগ্রাসী ভঙ্গিতে খেলেছে। আমরা এ বিষয়ে অবগত আছি। তো অবশ্যই ওদের টপ অর্ডার আমাদের লক্ষ্য থাকবে।’

‘বোলিং ইউনিট হিসেবে আমরা ওদের ‘মাথা কেটে ফেলার’ চেষ্টা করব। যেটা হতে পারে তাদের টপ অর্ডারকে দ্রুত ফেরানোর মাধ্যমে। তাদেরকে যত কমে সম্ভব থামানোর চেষ্টা করব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন রাশিদ খান

Read Next

হেমন্তের রৌদ্রোজ্জ্বল দুপুরেও সিডনিতে বৃষ্টির হানা

Total
1
Share