

আফগান স্পিন উইজার্ড রাশিদ খান জশ হ্যাজেলউডকে টপকে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন। সেরা পাঁচের মধ্যে ৪ জনই স্পিনার! তবে লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসরাঙ্গা নেমে গেছেন তিন ধাপ।
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত মেনস টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে বোলিং বিভাগে, ৭০২ রেটিং নিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন আফগান সুপারস্টার রাশিদ খান। তাকে জায়গা দিতে ৬৯৯ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেলেন অজি পেসার জশ হ্যাজেলউড।
সেরা পাঁচের বাকি তিন পজিশনে এসেছে পরিবর্তন। এগিয়ে এসেছেন তাব্রাইজ শামসি, মুজিব উর রহমান, মাহেশ থিকশানা। যথাক্রমে তারা তিন, চার ও পাঁচ নম্বর পজিশনে।
তবে লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসরাঙ্গা সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ নেমে ষষ্ঠ স্থানে এসেছেন।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টির সেরা ৫ বোলার-
রাশিদ খান (আফগানিস্তান)- ৭০২ রেটিং
জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)- ৬৯৯
তাব্রাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)- ৬৮১
মুজিব উর রহমান (আফগানিস্তান)- ৬৭৭
মাহেশ থিকশানা (শ্রীলঙ্কা)- ৬৬৯