

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব ভালোই পড়েছে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। তৃতীয় দিন শেষে মাত্র একটি ম্যাচই ফল দেখার সম্ভাবনা রয়েছে। ঢাকা মেট্রো-বরিশাল ম্যাচে ৫ উইকেট নিয়েছে মেট্রোর পেসার আবু হায়দার রনি। তাতেই জয়ের সুযোগ তাদের সামনে। বাকি ৩ ম্যাচের প্রথম ইনিংসের খেলাও এখনো শেষ হয়নি।
ঢাকা মেট্রো-বরিশাল
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলমান ম্যাচে প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর ২৫৫ রানের জবাবে বরিশাল অলআউট ১৬৫ রানে। সর্বোচ্চ ৭৬ রান মিডল অর্ডার ব্যাটার সালমান হোসেন ইমনের। মেট্রোর হয়ে ৫ উইকেট নেওয়ার পথে ৫৯ রান খরচ বাঁহাতি পেসার রনির।
৯০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি ঢাকা মেট্রোর। দিন শেষে ৬ উইকেটে ১০৬ রান সংগ্রহ করেছে দলটি। এতে তাদের লিড দাঁড়ায় ১৯৬। ২৭ রান করেছেন শামসুর রহমান, ২৩ রান এসেছে নাইম শেখের ব্যাটে।
আইচ মোল্লা ১১ ও রনি ৬ রানে অপরাজিত রয়েছেন। বরিশালের হয়ে তানভীর ইসলাম ৩টি ও কামরুল ইসলাম রাব্বি ২টি উইকেট নিয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা-চট্টগ্রাম ম্যাচে আজ একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিন খেলা হয়েছিল ২৩.৩ ওভার। প্রথম ইনিংসে ২ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে ঢাকা।
রংপুর-সিলেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই দিন বৃষ্টিতে পরিত্যক্ত হলেও রংপুর-সিলেট ম্যাচে আজ ৫৭ ওভার খেলা হয়েছে।
দুই অপরাজিত ব্যাটার আব্দুল্লাহ আল মামুনের (৭৯) ও নাঈম ইসলামের (৫৬) জোড়া ফিফটিতে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ২ উইকেটে ১৭২ রান সংগ্রহ করেছে রংপুর।
খুলনা-রাজশাহী
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ খুলনা-রাজশাহী ম্যাচেও প্রথম দুই দিন কোন বল গড়ায়নি৷ বৃষ্টি বাধা শেষে আজ ৪২ ওভার বল মাঠে গড়ায়। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছে খুলনা। অমিত মজুমদার অপরাজিত ৫৮ রানে। ৪০ রান করে আউট হন শেখ মেহেদী হাসান।