নিরুত্তাপ জাতীয় লিগে রনির ৫ উইকেট

আবু হায়দার রনি
Vinkmag ad

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব ভালোই পড়েছে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। তৃতীয় দিন শেষে মাত্র একটি ম্যাচই ফল দেখার সম্ভাবনা রয়েছে। ঢাকা মেট্রো-বরিশাল ম্যাচে ৫ উইকেট নিয়েছে মেট্রোর পেসার আবু হায়দার রনি। তাতেই জয়ের সুযোগ তাদের সামনে। বাকি ৩ ম্যাচের প্রথম ইনিংসের খেলাও এখনো শেষ হয়নি।

ঢাকা মেট্রো-বরিশাল

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চলমান ম্যাচে প্রথম ইনিংসে ঢাকা মেট্রোর ২৫৫ রানের জবাবে বরিশাল অলআউট ১৬৫ রানে। সর্বোচ্চ ৭৬ রান মিডল অর্ডার ব্যাটার সালমান হোসেন ইমনের। মেট্রোর হয়ে ৫ উইকেট নেওয়ার পথে ৫৯ রান খরচ বাঁহাতি পেসার রনির।

৯০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি ঢাকা মেট্রোর। দিন শেষে ৬ উইকেটে ১০৬ রান সংগ্রহ করেছে দলটি। এতে তাদের লিড দাঁড়ায় ১৯৬। ২৭ রান করেছেন শামসুর রহমান, ২৩ রান এসেছে নাইম শেখের ব্যাটে।

আইচ মোল্লা ১১ ও রনি ৬ রানে অপরাজিত রয়েছেন। বরিশালের হয়ে তানভীর ইসলাম ৩টি ও কামরুল ইসলাম রাব্বি ২টি উইকেট নিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা-চট্টগ্রাম ম্যাচে আজ একটি বলও মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিন খেলা হয়েছিল ২৩.৩ ওভার। প্রথম ইনিংসে ২ উইকেটে ৫৪ রান সংগ্রহ করে ঢাকা।

রংপুর-সিলেট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই দিন বৃষ্টিতে পরিত্যক্ত হলেও রংপুর-সিলেট ম্যাচে আজ ৫৭ ওভার খেলা হয়েছে।

দুই অপরাজিত ব্যাটার আব্দুল্লাহ আল মামুনের (৭৯) ও নাঈম ইসলামের (৫৬) জোড়া ফিফটিতে তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ২ উইকেটে ১৭২ রান সংগ্রহ করেছে রংপুর।

খুলনা-রাজশাহী

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড-২ এ খুলনা-রাজশাহী ম্যাচেও প্রথম দুই দিন কোন বল গড়ায়নি৷ বৃষ্টি বাধা শেষে আজ ৪২ ওভার বল মাঠে গড়ায়। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছে খুলনা। অমিত মজুমদার অপরাজিত ৫৮ রানে। ৪০ রান করে আউট হন শেখ মেহেদী হাসান।

৯৭ প্রতিবেদক

Read Previous

মিঠুনের অপরাজিত ১৫৬, চালকের আসনে বাংলাদেশ

Read Next

টি-টোয়েন্টির র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরলেন রাশিদ খান

Total
16
Share