মিঠুনের অপরাজিত ১৫৬, চালকের আসনে বাংলাদেশ

মোহাম্মদ মিঠুন সেঞ্চুরি
Vinkmag ad

আগেরদিন সেঞ্চুরি মিস করেছেন ওপেনার সাদমান ইসলাম (৮৯)। তবে ৭৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করে অপেক্ষায় ছিলেন মোহাম্মদ মিঠুন। আজ (২৬ অক্টোবর) মিঠুন সেঞ্চুরি তুলে ক্লান্ত হননি, থেমেছেন অপরাজিত ১৫৬ রানে। আর তাতেই তামিলনাড়ু একাদশের বিপক্ষে চারদিনের ম্যাচে চালকের আসনে বাংলাদেশ একাদশ।

অধিনায়ক মিঠুনের দাপুটে সেঞ্চুরির দিনে প্রথম ইনিংসে বাংলাদেশ একাদশ ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৩৪৯ রানে। জবাব দিতে নেমে বিপাকে তামিলনাড়ু, দ্বিতীয় দিন শেষ করেছে ৭ উইকেটে ৮২ রান তুলে। স্বাগতিকরা এখনো পিছিয়ে আছে ২৬৭ রানে। বাংলাদেশ পেসার রেজাউর রহমান রাজার শিকার ৪ উইকেট।

ম্যাচটি চলছে তামিলনাড়ুর এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। এটি চারদিনের দুই ম্যাচ সিরিজের প্রথমটি।

৫ উইকেটে ২৩০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ একাদশ। ৭৪ রানে মিঠুন ও ৬ রানে অপরাজিত ছিলেন জাকের আলি অনিক।

আজ দিনের শুরুতে অবশ্য ফিরেছেন অনিক, থেমেছেন ৩৫ রানে। এরপর অন্য প্রান্তে আসা যাওয়ার মিছিল চলছিলই। কিন্তু এক পাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন মিঠুন।

অজিত রামের করা ১০১তম ওভারে ওয়াইড লং অফ দিয়ে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন বাংলাদেশ অধিনায়ক, বল খেলেছেন ১৭৪ টি।

সেঞ্চুরির পর মিঠুন আরও দাপুটে, ঝড় তুলেছেন অজিত রামের উপর। ১০৯তম ওভারে কাউ কর্ণার দিয়ে হাঁকান ছক্কা। ১১৭তম ওভারে টানা দুই বলে চার, ছক্কা। ১২৩তম ওভারেও অজিত হজম করেন ছক্কা। ঐ ওভারেই পূর্ণ করেন ব্যক্তিগত ১৫০ রান, যে পথে বল খরচ ২২৯ টি।

১৫০ পেরিয়ে অবশ্য খুব বেশিক্ষণ টেনে নেননি মিঠুন। ৯ উইকেটে ৩৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করার পথে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৪৬ বলে ১০ চার ৮ ছক্কায় ১৫৬ রানে।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিধ্বস্ত তামিলনাড়ু একাদশের ব্যাটিং লাইনআপ। টাইগার পেসারদের তোপে ৪৫ রানেই হারায় ৫ উইকেট। তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে প্রাদশ রঞ্জন পল ও সুনীল কৃষ্ণর ব্যাটে কিছুটা প্রতিরোধ। দুজনে মিলে যোগ করে ২৮ রান।

বাঁহাতি স্পিনার তাইজুলের দ্বিতীয় শিকার হয়ে প্রাদশ আউট হলে ভাঙে জুটি। ৫৭ বলে ২৮ রান তার নামের পাশে। এরপর নতুন ব্যাটার অজিত রামকে ৪ রানে আটকে দিয়ে নিজের চতুর্থ শিকার রাজার।

অজিতের বিদায়েই দিনের খেলা শেষ হয়। সুনীল কৃষ্ণ ৬৬ বলে ১০ রানে অপরাজিত আছেন। বল হাতে বাংলাদেশ একাদশকে নেতৃত্ব দেওয়া রাজা ৪ উইকেট নেন ১৭ রান খরচায়। তাইজুলের শিকার দুইটি, খালেদ আহমেদ নেন এক উইকেট।

৯৭ প্রতিবেদক

Read Previous

বিশ্বকাপের মাঝপথে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ডিকওয়েলা, আসিথা ও পাথিরানা

Read Next

নিরুত্তাপ জাতীয় লিগে রনির ৫ উইকেট

Total
31
Share