বৃষ্টির সাহায্য নিয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিল আয়ারল্যান্ড

বৃষ্টির সাহায্য নিয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিল আয়ারল্যান্ড
Vinkmag ad

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার আজকের ম্যাচের আগে আয়ারল্যান্ডের সুযোগ দেখছিলেন না অনেকেই। সবাইকে ভুল প্রমাণিত করে এমসিজিতে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। বৃষ্টির সাহায্য নিয়ে তারা হারিয়েছে জস বাটলারের শক্তিশালী ইংল্যান্ডকে। 

রাউন্ড ১ এ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আসা আয়ারল্যান্ড সুপার টুয়েলভে হারাল ইংল্যান্ডকে। ব্যাটে-বলে দাপুটে পারফর্ম করা আইরিশরা অবশ্য বৃষ্টির সাহায্যও পেয়েছে।

আগে ব্যাট করে ১৯.২ ওভারে ১৫৭ রান করে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টিতে খেলা শেষ হবার আগ অব্দি ইংল্যান্ড ব্যাট করে ১৪.৩ ওভার। যেখানে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান করতে পারে ইংলিশরা। বৃষ্টি আইনে তখনও ৫ রানে পিছিয়ে ছিল। আর মাঠে খেলা না গড়ালে আয়ারল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়।

টসে হেরে আগে ব্যাট করে আয়ারল্যান্ড। ১২ ওভারের মধ্যেই ১০০ রান তুলে ফেলে তারা। তবে ১ উইকেটে ১০৩ থেকে দেখতে দেখতে ১৫৭ রানে গুটিয়ে যায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। ৪৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৬২ রান করেন তিনি। তিনে নামা লরকান টাকার ২৭ বলে করেন ৩৪ রান।

ইংল্যান্ডের পক্ষে ৩ টি করে উইকেট নেন লিয়াম লিভিংস্টোন ও মার্ক উড। ২ উইকেট নেন স্যাম কারেন, ১ টি শিকার বেন স্টোকসের।

জবাব দিতে নেমে শুরুটা যাচ্ছেতাই হয় ইংল্যান্ডের। দ্বিতীয় বলেই শুন্যহাতে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলকে ১৪ রানে রেখে ফেরেন অ্যালেক্স হেলসও (৭)। সুবিধা করে উঠতে পারেননি চারে নামা এন স্টোকসও (৬)।

সেখান থেকে ৩৮ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক ও ডেভিড মালান। ব্রুকের ব্যাটে আসে ১৮ রান, মালান ফেরেন ৩৫ রান করে।

শেষদিকে দ্রুত রান তুলে দলকে জয়ের পথে রেখেছিলেন মইন আলি। ১২ বলে ২৪ রান করে অপরাজিত ছিলেন বৃষ্টি বাগড়ার আগ অব্দি। এরপর আর ব্যাট হাতে নামার সুযোগ হয়নি তার।

৯৭ ডেস্ক

Read Previous

নারী দলের নতুন কোচ হাসান তিলকারত্নে

Read Next

মেলবোর্নে পয়েন্ট ভাগ করে নিল আফগানিস্তান-নিউজিল্যান্ড

Total
23
Share